ফ্যাশন ঢেউয়ে: কো-অর্ডিনেটেড স্যুট
কথায় বলে, স্টাইল কখনো পুরোনো হয় না, কেবল বছর ঘুরে আসে। একমত না হয়ে উপায় নেই। ছোটবেলায় মাকে যে ধরনের বা ঘরানার পোশাক পরতে দেখেছেন অথবা খালা-ফুপুরা যে পোশাক পরে কলেজে যেতেন, সেগুলো যেন ২০২২-২৩-এ আবার ফিরে এসেছে। এ প্রসঙ্গ এল কেবল কো-অর্ডিনেটেড পোশাকের কথা বলার সূত্র ধরে।