জয়পুরহাটের পাঁচবিবিতে তুলার কারখানা ও চালকলে আগুন
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শালপাড়া বাজারের একটি তুলার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সুতা তৈরির মেশিন, মজুত রাখা তুলা, গোডাউনের ধান, চাল, রাইস মিলের যন্ত্রপাতি ও গুদাম ঘরের আসবাবপত্রসহ পুড়ে গেছে।