Ajker Patrika

হঠাৎ নারিকেল গাছের মাথায় নারী, উদ্ধার করল ফায়ার সার্ভিস

প্রতিনিধি
আপডেট : ২৬ জুন ২০২১, ১৩: ৪৮
হঠাৎ নারিকেল গাছের মাথায় নারী, উদ্ধার করল ফায়ার সার্ভিস

ঝিনাইদহ: হঠাৎ করেই রাতের আঁধারে নারিকেল গাছের মাথায় উঠে যান তাহমিনা (২২)। বহু খোঁজাখুজির পর গাছের মাথা থেকে ডাকাডাকি শুরু করেন তিনি। এরপর খবর দেওয়া হয় মহেশপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে। তাঁরা এসে তাহমিনাকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। 

ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার রাতে। মহেশপুর উপজেলার বেগম পুর গ্রামে তাহামিনা ওই গ্রামের মো. হাসানের স্ত্রী। এ দম্পতির ছয়মাসের একটি কন্যা সন্তান রয়েছে। 

তাহমিনার স্বামী মো. হাসান বলেন, আমার স্ত্রীর একটু জিনের আছরের সমস্যা আছে। বৃহস্পতিবার সন্ধ্যায় আমি বাজারে চা পান করতে যাই। রাত ৮টার দিকে বাড়ি থেকে আমাকে ফোন করে জানানো হয়–আমার স্ত্রীকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপর আমি বাড়িতে এসে আশেপাশের সব জায়গাতে খোঁজাখুজি করেও তাকে পাইনি। রাত সাড়ে ৮টার দিকে আমার স্ত্রী মেয়ের নাম ধরে ডাকতে থাকে। আর বলতে থাকে, আমাকে নামা, ওরা আমাকে নিয়ে গেল। তখন আমরা বাড়ির পাশের নারিকেল গাছে টর্চের আলো ফেলে দেখি সে গাছের মাথায় ঝুলে আছে। তাকে সবাই মিলে গাছ থেকে নামানোর চেষ্টা করেও পারিনি। পরে মহেশপুর ফায়ার সার্ভিসকে খবর দিই। তাঁরা এসে আমার স্ত্রীকে গাছ থেকে নামিয়ে আনেন। 

স্ত্রীর এই সমস্যার কারণে অনেক কবিরাজ দেখিয়েছেন বলেও জানান হাসান। 

মহেশপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার রমেশ কুমার সাহা বলেন, বৃহস্পতিবার রাত ৯টার দিকে একটা ফোন আসে। জানানো হয়, বেগমপুর গ্রামের এক নারী নারিকেল কাছের মাথায় উঠে আর নামতে পারছেন না। খবর পেয়েই আমার ছয়জনের একটি টিম নিয়ে ঘটনস্থালে যাই। ৪০ মিনিটের চেষ্টায় ৬০ ফুট উচ্চতার নারিকেল গাছ থেকে তাঁকে নামানো হয়। তখন তার জ্ঞান ছিল না। উদ্ধার শেষে হাসপাতালে পাঠানো হয়। তিনি এখন ভালো আছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

মেয়াদোত্তীর্ণ ঠিকাদারের নিয়ন্ত্রণে সার্ভার, ঝুলে আছে ৭ লাখ ড্রাইভিং লাইসেন্স

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত