সার্জারি ইউনিটের সামনে দাঁড়ালেই শোনা যাচ্ছে ‘রক্ত লাগবে, রক্ত’
চিকিৎসাধীন রোগীদের জন্য রক্তের প্রয়োজন। বিশেষ করে ‘ও নেগেটিভ’ রক্তের দরকার। তিনি বলেন, বার্ন ইউনিটে জায়গা না হওয়ায় আহতদের অন্য ওয়ার্ডে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। সরেজমিনে হাসপাতালটির সার্জারি ইউনিটের সামনে দাঁড়ালেই কিছুসময় পর পর শোনা যাচ্ছে—রক্ত দরকার, রক্ত