Ajker Patrika

খুলনা দুদক কার্যালয়ে আগুনে পুড়ল ৬ কক্ষের ফাইল

খুলনা প্রতিনিধি
খুলনা দুদক কার্যালয়ে আগুনে পুড়ল ৬ কক্ষের ফাইল

খুলনা দুর্নীতি দমন কমিশনের বিভাগীয় কার্যালয়ের ৩য় তলায় ৬টি কক্ষে আগুন লেগে ফাইল ও আসবাবপত্র পুড়ে গেছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে দুদক ভবনের জানালা থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

খুলনা দুদকের উপ-সহকারী পরিচালক (ডিএডি) কামরুজ্জামান জানান, আগুনে মূল্যবান কিছু ফাইল নষ্ট হয়ে গেছে।

কামরুজ্জামান বলেন, বিকেল ৫টায় অফিস ছুটি হওয়ায় বেশির ভাগ কর্মী চলে যায়। হঠাৎ তৃতীয় তলায় শব্দ এবং ধোঁয়া দেখে পাশেই ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দরজার তালা এবং জানলার কাচ ভেঙে ৪৫ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।

কামরুজ্জামান জানান, দুদক পরিচালক মন্জুর মোরশেদ এবং উপপরিচালক আব্দুল ওয়াদুদ শিক্ষা ছুটিতে দেশের বাইরে রয়েছেন। 

ফায়ার সার্ভিসের খুলনা বিভাগের ওয়্যার হাউস ইন্সপেক্টর আজিজুর রহমান জানান, ছয়টি কক্ষের ফাইলপত্র সব পুড়ে গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত