সীতাকুণ্ডে বিস্ফোরণ: রবির অপেক্ষায় ছোট বোন রিমঝিম
‘আপু আমার কেমন আছ, ঈদে কিন্তু বাড়ি যাচ্ছি, তোর জন্য অনেকগুলা পোশাক কিনব। তুই মন দিয়ে পড়াশোনা করবী। একদম দুষ্টুমি করবী না।’ আদরের ছোট বোন রিমঝিমের সঙ্গে গত শনিবার সকাল ৯টার দিকে এসব কথাই হয় ফায়ার ফাইটার রবিউল ইসলাম রবির (২৭)।