রাঙামাটি প্রতিনিধি
সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ৭ ফায়ার সার্ভিস কর্মীর মধ্যে ২ জনের বাড়ি রাঙামাটি শহরে। তাঁরা ফায়ার সার্ভিসের টিম লিডার ছিলেন।
নিহতরা হলেন, পশ্চিম ট্রাইবেল আদামের মিতু দেওয়ান এবং কলেজগেট মন্ত্রীপাড়ার নিপন চাকমা। তাঁদের মধ্যে মিতুর কর্মস্থল ছিল সীতাকুণ্ডে এবং নিপনের কর্মস্থল ছিল কুমিরায়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, নিহতরা গতকাল শনিবার রাতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আগুন নেভাতে ঘটনাস্থলে যান। এ সময় বিস্ফোরণ হলে ঘটনাস্থলে নিহত হন তাঁরা।
মিতু দেওয়ানের ভাই টিটু দেওয়ান বলেন, ছবি দেখে আমরা নিশ্চিত হয়েছি মিতু মারা গেছেন। তাঁর মরদেহ রাঙামাটিতে আনার প্রক্রিয়া চলছে।
টিটু দেওয়ান আরও বলেন, ১৯৯৩ সালে প্রথম ফায়ার সার্ভিসে যোগদান করেন মিতু। সম্প্রতি আমার ভাই পদোন্নতি পেয়ে সীতাকুণ্ডে যোগদান করেন।
অপরদিকে, নিপনের ছোট ভাই খোকন বলেন, চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিহতদের নামের তালিকায় আমার ভাইয়ের নাম আছে। কিন্তু আমরা মরদেহ শনাক্ত করতে পারছি না।
নিপনের সহকর্মী লিটন চাকমা বলেন, নিপন পদোন্নতি পেয়ে কুমিরা ফায়ার স্টেশনে যোগ দেন। গতকাল অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনার শিকার হন তিনি।
সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ৭ ফায়ার সার্ভিস কর্মীর মধ্যে ২ জনের বাড়ি রাঙামাটি শহরে। তাঁরা ফায়ার সার্ভিসের টিম লিডার ছিলেন।
নিহতরা হলেন, পশ্চিম ট্রাইবেল আদামের মিতু দেওয়ান এবং কলেজগেট মন্ত্রীপাড়ার নিপন চাকমা। তাঁদের মধ্যে মিতুর কর্মস্থল ছিল সীতাকুণ্ডে এবং নিপনের কর্মস্থল ছিল কুমিরায়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, নিহতরা গতকাল শনিবার রাতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আগুন নেভাতে ঘটনাস্থলে যান। এ সময় বিস্ফোরণ হলে ঘটনাস্থলে নিহত হন তাঁরা।
মিতু দেওয়ানের ভাই টিটু দেওয়ান বলেন, ছবি দেখে আমরা নিশ্চিত হয়েছি মিতু মারা গেছেন। তাঁর মরদেহ রাঙামাটিতে আনার প্রক্রিয়া চলছে।
টিটু দেওয়ান আরও বলেন, ১৯৯৩ সালে প্রথম ফায়ার সার্ভিসে যোগদান করেন মিতু। সম্প্রতি আমার ভাই পদোন্নতি পেয়ে সীতাকুণ্ডে যোগদান করেন।
অপরদিকে, নিপনের ছোট ভাই খোকন বলেন, চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিহতদের নামের তালিকায় আমার ভাইয়ের নাম আছে। কিন্তু আমরা মরদেহ শনাক্ত করতে পারছি না।
নিপনের সহকর্মী লিটন চাকমা বলেন, নিপন পদোন্নতি পেয়ে কুমিরা ফায়ার স্টেশনে যোগ দেন। গতকাল অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনার শিকার হন তিনি।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) স্নাতক প্রথম বর্ষের (২০২৪-২৫ শিক্ষাবর্ষ) ক্লাস আগামী ২১ সেপ্টেম্বর থেকে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। গতকাল বুধবার (১৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টায় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক
১০ মিনিট আগেপুলিশ সুপার বলেন, মাদক নিয়ন্ত্রণে সরকারের আরও একটি বিভাগ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কাজ করছে। তবে মাদক নির্মূলের জন্য সবার সহযোগিতা জরুরি। তিনি তথ্য দিয়ে কিংবা সামাজিক প্রতিরোধের মাধ্যমে মাদক নির্মূলের আহ্বান জানান। প্রয়োজনে মাদকের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সামাজিকভাবে বয়কট করার পরামর্শও দে
১৩ মিনিট আগেঠাকুরগাঁওয়ে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা জবায়দুর রহমান হত্যা মামলায় বিএনপির ১২৩ নেতা-কর্মীকে খালাস দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা ও দায়রা জজ সমরেশ শীল আসামিদের উপস্থিতিতে এ রায় দেন। ২০১৪ সালের ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিন এ হত্যাকাণ্ড ঘটে।
১৭ মিনিট আগেকর্মসূচিতে অফিসার্স সমিতির সভাপতি মোক্তার হোসেন বলেন, ‘আমরা আমাদের সব বৈষম্য দূরীকরণের জন্য আগেও আন্দোলন করেছিলাম। পরে প্রশাসনের আশ্বাসে স্থগিত করেছি। কিন্তু বর্তমানে এই প্রশাসন আমাদের সঙ্গে প্রতারণা করছে। দেশের বাকি বিশ্ববিদ্যালয়গুলোতে প্রাতিষ্ঠানিক সুবিধা বহাল থাকলেও আমাদের সঙ্গে বৈষম্য করার জবাব
৩০ মিনিট আগে