এমপি শামীম ওসমানের উঠান বৈঠকে ঢিল
নারায়ণগঞ্জ-৪ আসনের ফতুল্লায় নৌকা প্রতীকের উঠান বৈঠক। এতে শামীম ওসমানের বক্তব্যের সময় ঘটে এক বিপত্তি। কোথা থেকে ছোড়া দুটি ঢিল (পাথরের টুকরো) এসে পড়ে সেখানে। কিছুটা উত্তেজনা তৈরি হয়। কিছুক্ষণ পরে জানা যায়, কোনো এক বাচ্চা দুষ্টুমি করে ঢিল ছুড়েছে। পরে উপস্থিত সবাই শান্ত হন।