নারায়ণগঞ্জ প্রতিনিধি
বকেয়া বেতন পরিশোধ না করার নারায়ণগঞ্জের ফতুল্লা ফের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ পোশাক শ্রমিকেরা। আজ মঙ্গলবার ক্রোনি অ্যাপারেলস নামে স্থানীয় একটি কারখানার প্রায় তিন শতাধিক শ্রমিক–কর্মচারী এই বিক্ষোভে অংশ নেয়। এ সময় ঢাকা–মুন্সিগঞ্জ সড়কের উভয় পাশে দীর্ঘ যানজট তৈরি হয়।
এর আগে গত শনিবার (১৬মার্চ) একই দাবিতে শ্রমিকেরা রাস্তায় বিক্ষোভ করেছে। ওই দিন আজ (মঙ্গলবার) বকেয়া বেতন–ভাতা পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকেরা কাজে ফিরে যায়।
আন্দোলনরত শ্রমিকেরা প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ এলে তারা রাস্তা ছেড়ে দিলেও কারখানার সামনে অবস্থান নেয় দুপুর পর্যন্ত। উত্তেজিত শ্রমিকদের শান্ত করতে মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করলে আগামীকাল বুধবার বেতন পরিশোধের আশ্বাস দেওয়া হয়। সাদা কাগজে এই বিষয়ে লিখিত অঙ্গীকার দেওয়ার পরেই শ্রমিকেরা অবরোধ প্রত্যাহার করে নেয়।
কারখানার শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, আজ সকালে শ্রমিকেরা কাজে যোগদানের পর বেতনের বিষয়ে জানতে সংশ্লিষ্ট বিভাগে যান। কিন্তু কর্মকর্তারা বেতন দেওয়ার বিষয়টি স্পষ্টভাবে কিছু বলতে পারছিলেন না। বেতন না পাওয়ার বিষয়টি নিশ্চিত হয়েই কাজ ফেলে সড়কে নেমে আসেন শ্রমিকেরা। সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন।
শ্রমিক আফজাল হোসেন বলেন, ‘বারবার বকেয়া বেতন নিয়ে গড়িমসি করছে মালিকপক্ষ। বেতন পাওয়ার পর এই কারখানায় আর কাজ করব না। এখন রোজার মাস, সামনে ঈদ। বেকায়দায় পরে আটকে গেছি। বহু টাকা ঋণ করে চলছি। এগুলো পরিশোধ করতে হবে। ঈদের পর অন্য কোথাও কাজ খুঁজব।’
নাম প্রকাশে অনিচ্ছুক কারখানার একজন কর্মচারী বলেন, ‘গত শনিবার আমরা বিক্ষোভ করেছি। তখন আমাদের বলল, মঙ্গলবার দেবে। আজকে বেতন দেওয়ার নাম নেই। এই কারখানার মালিক দিনের পর দিন শ্রমিকদের বেতন নিয়ে গড়িমসি করছে। বেতন চাইলে ভয়ভীতি দেখায়, বাইরের লোকজন দিয়ে মারধর করে। এভাবে আর কত দিন অত্যাচার সহ্য করব জানি না।’
নারায়ণগঞ্জ শিল্প পুলিশের পরিদর্শক (ইনটেলিজেন্স) সেলিম বাদশা আজকের পত্রিকাকে বলেন, ‘আজকে মালিকপক্ষের বেতন পরিশোধ করার কথা ছিল। কিন্তু তা করতে না পারায় শ্রমিকেরা সড়ক অবরোধ করেছে। আগামীকাল বেতন দেওয়া হবে জানিয়েছে মালিকপক্ষ। সড়কে যান চলাচল বর্তমানে স্বাভাবিক রয়েছে।’
বকেয়া বেতন পরিশোধ না করার নারায়ণগঞ্জের ফতুল্লা ফের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ পোশাক শ্রমিকেরা। আজ মঙ্গলবার ক্রোনি অ্যাপারেলস নামে স্থানীয় একটি কারখানার প্রায় তিন শতাধিক শ্রমিক–কর্মচারী এই বিক্ষোভে অংশ নেয়। এ সময় ঢাকা–মুন্সিগঞ্জ সড়কের উভয় পাশে দীর্ঘ যানজট তৈরি হয়।
এর আগে গত শনিবার (১৬মার্চ) একই দাবিতে শ্রমিকেরা রাস্তায় বিক্ষোভ করেছে। ওই দিন আজ (মঙ্গলবার) বকেয়া বেতন–ভাতা পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকেরা কাজে ফিরে যায়।
আন্দোলনরত শ্রমিকেরা প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ এলে তারা রাস্তা ছেড়ে দিলেও কারখানার সামনে অবস্থান নেয় দুপুর পর্যন্ত। উত্তেজিত শ্রমিকদের শান্ত করতে মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করলে আগামীকাল বুধবার বেতন পরিশোধের আশ্বাস দেওয়া হয়। সাদা কাগজে এই বিষয়ে লিখিত অঙ্গীকার দেওয়ার পরেই শ্রমিকেরা অবরোধ প্রত্যাহার করে নেয়।
কারখানার শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, আজ সকালে শ্রমিকেরা কাজে যোগদানের পর বেতনের বিষয়ে জানতে সংশ্লিষ্ট বিভাগে যান। কিন্তু কর্মকর্তারা বেতন দেওয়ার বিষয়টি স্পষ্টভাবে কিছু বলতে পারছিলেন না। বেতন না পাওয়ার বিষয়টি নিশ্চিত হয়েই কাজ ফেলে সড়কে নেমে আসেন শ্রমিকেরা। সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন।
শ্রমিক আফজাল হোসেন বলেন, ‘বারবার বকেয়া বেতন নিয়ে গড়িমসি করছে মালিকপক্ষ। বেতন পাওয়ার পর এই কারখানায় আর কাজ করব না। এখন রোজার মাস, সামনে ঈদ। বেকায়দায় পরে আটকে গেছি। বহু টাকা ঋণ করে চলছি। এগুলো পরিশোধ করতে হবে। ঈদের পর অন্য কোথাও কাজ খুঁজব।’
নাম প্রকাশে অনিচ্ছুক কারখানার একজন কর্মচারী বলেন, ‘গত শনিবার আমরা বিক্ষোভ করেছি। তখন আমাদের বলল, মঙ্গলবার দেবে। আজকে বেতন দেওয়ার নাম নেই। এই কারখানার মালিক দিনের পর দিন শ্রমিকদের বেতন নিয়ে গড়িমসি করছে। বেতন চাইলে ভয়ভীতি দেখায়, বাইরের লোকজন দিয়ে মারধর করে। এভাবে আর কত দিন অত্যাচার সহ্য করব জানি না।’
নারায়ণগঞ্জ শিল্প পুলিশের পরিদর্শক (ইনটেলিজেন্স) সেলিম বাদশা আজকের পত্রিকাকে বলেন, ‘আজকে মালিকপক্ষের বেতন পরিশোধ করার কথা ছিল। কিন্তু তা করতে না পারায় শ্রমিকেরা সড়ক অবরোধ করেছে। আগামীকাল বেতন দেওয়া হবে জানিয়েছে মালিকপক্ষ। সড়কে যান চলাচল বর্তমানে স্বাভাবিক রয়েছে।’
রাজধানীর মৌচাকে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পার্কিংয়ে থাকা প্রাইভেট কার থেকে উদ্ধার হওয়া দুই মরদেহের পরিচয় মিলেছে। তাঁদের দুজনের বাড়ি একই এলাকায়।
৯ মিনিট আগেআগামী জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ থাকতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সোমবার সকালে ঢাকার কেরানীগঞ্জে র্যাব-১০ সদর দপ্তর, কেন্দ্রীয় কারাগার ও তেঘরিয়া উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্র পরিদর্শন শেষে উপদেষ্টা এই তথ্য জানান।
২০ মিনিট আগেসাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। এই নিয়ে ১২০ বারের মতো তারিখ পিছিয়ে নতুন তারিখ ধার্য করা হয়েছে আগামী ১৪ সেপ্টেম্বর। আজ সোমবার (১১ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান এই তারিখ ধার্য করেন।
২৩ মিনিট আগেমৃত্যুর হাত থেকে বাঁচতে প্রাণপণ চেষ্টা করেছিলেন গণপিটুনির শিকার রূপলাল দাস ও প্রদীপ লাল। দুই হাতজোড় করে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে বলেছিলেন, ‘আমি চোর না, ডাকাত না।’ তবুও শেষরক্ষা হয়নি রূপলাল দাস ও প্রদীপ লালের। তাঁদের সেই মর্মস্পর্শী আকুতির ভিডিও এখন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে, যা দেখে অনেকেই..
২৩ মিনিট আগে