ফতুল্লায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক
জোছনার ভাই আব্দুল মতিন জানান, ২৪ / ২৫ বছর পূর্বে ইলিয়াস দর্জির সঙ্গে তাঁর বোনের বিয়ে হয়ে। তাঁদের সংসারে বন্যা (২৩) ও হাফসা (৭) নামের দুটি কন্যা সন্তান রয়েছে। তাঁর বোনের বাসায় স্বামীকে নিয়ে রানি নামের এক নারী ভাড়া থাকতেন। সেই নারীর সঙ্গে তাঁর বোন জামাই ইলিয়াস পরকীয়ায় জড়িয়ে পড়েন