Ajker Patrika

ফতুল্লায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

প্রতিনিধি
ফতুল্লায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

নারায়ণগঞ্জ: ফতুল্লার ধর্মগঞ্জ চতলামাঠ এলাকায় জোছনা নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। জোছনার পরিবারের দাবি, পরকীয়া সম্পর্কের জের ধরে তার স্বামী শ্বাসরোধে হত্যা করে স্বাভাবিক মৃত্যু বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে। আজ শনিবার সকাল সাড়ে ১২টার দিকে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য স্বামী ইলিয়াসকে আটক করা হয়েছে।

নিহত জোছনা (৩৮) ফতুল্লা মডেল থানার বক্তাবলীর মৃত হাবিবুর রহমান হাবিবের মেয়ে।

জোছনার ভাই আব্দুল মতিন জানান, ২৪ / ২৫ বছর পূর্বে ইলিয়াস দর্জির সঙ্গে তাঁর বোনের বিয়ে হয়ে। তাঁদের সংসারে বন্যা (২৩) ও হাফসা (৭) নামের দুটি কন্যা সন্তান রয়েছে। তাঁর বোনের বাসায় স্বামীকে নিয়ে রানি নামের এক নারী ভাড়া থাকতেন। সেই নারীর সঙ্গে তাঁর বোন জামাই ইলিয়াস পরকীয়ায় জড়িয়ে পড়েন। বিষয়টি জানাজানি হলে রানিকে ওই বাসা থেকে বের করে দেওয়া হয়। রানি অন্যত্র ভাড়ায় চলে গেলেও তাঁর বোন জামাই ইলিয়াসের সঙ্গে পরকীয়ার সম্পর্কটা থেকেই যায়। এ নিয়ে তাঁর বোনের সঙ্গে প্রায়ই ঝগড়া হতো স্বামী ইলিয়াসের। পারিবারিক ও স্থানীয় ভাবে একাধিক বার শালিস বৈঠক হলেও এই সমস্যার সমাধান হয়নি। তাই তাঁদের ধারণা পরিকল্পিত ভাবে তাঁর বোনকে শুক্রবার রাতে হত্যা করেছে তার বোনের স্বামী ইলিয়াস।

তিনি আরও বলেন, তাঁর বোনের মৃত্যুর সংবাদটি বোনের স্বামীর পরিবার থেকে কেউ তাঁদেরকে  জানায়নি। পাশের বাড়ির লোকজন মোবাইল ফোন করে তাঁদেরকে তাঁর বোনের মৃত্যুর সংবাদটি জানায়।

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক শাহাদাত জানায়, গৃহবধূ জোছনার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এবং জিজ্ঞাসাবাদের জন্য স্বামী ইলিয়াসকে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত