বেতনের টাকায় প্রতি মাসে ছুরি-চাকু কিনত ওরা
চলতি বছরের ২৮ জানুয়ারি রাতে ফতুল্লার মাসদাইর এলাকায় অজ্ঞাতদের ছুরিকাঘাতে নিহত হয় কিশোর আমান আলী (১৭)। এই ঘটনায় মামলার আগেই সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে ছয় তরুণকে। তারা সবাই আমানের সহকর্মী ও বন্ধু হিসেবে পরিচিত। তবে এই মামলায় তারাই হত্যাকারী কি না, তা এখনো নিশ্চিত নয় পুলিশ। তবে তাদের দৈনন্দি