নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদীতে খেয়া পারাপারের ট্রলারে ডাকাতির ঘটনায় দুই যাত্রী আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে ফতুল্লার বক্তাবলী গুদারাঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ডাকাতের দল যাত্রীদের মারধর করে নগদ টাকা ও মালামালসহ মোট প্রায় ৬ লাখ টাকার সম্পত্তি লুট করে নিয়ে গেছে।
বক্তাবলী ইউনিয়ন পরিষদের সদস্য মহিউদ্দিন এই ট্রলারের যাত্রীদের বরাত দিয়ে বলেন, ‘গতকাল রাত সাড়ে ১২টার দিকে ধলেশ্বরী নদীর পূর্ব প্রান্তের ঘাট থেকে একটি ট্রলার বক্তাবলী ঘাটে যাচ্ছিল। ওই সময় ট্রলারে প্রায় ২০-২২ জন যাত্রী ছিল। এ সময় মাঝ নদীতে একটি স্পিডবোটে সাত-আটজনের একটি ডাকাতদল এসে ট্রলারটি থামিয়ে দেয়। তারা রামদা ও পিস্তলের মুখে যাত্রীদের জিম্মি করে সবার পকেটে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। ট্রলারে থাকা দুই যাত্রীর কাছে টাকা না থাকায় তাঁদের বেধড়ক মারধর করা হয়েছে। পরে ডাকাতেরা স্পিডবোট নিয়ে মুন্সিগঞ্জের মুক্তারপুরের দিকে চলে যায়। আহত দুজনকে তাৎক্ষণিক হাসপাতালে পাঠানো হয়েছে।’
স্থানীয় বাসিন্দা আব্দুল আজিজ বলেন, ‘এই খেয়া পারাপারের সময় প্রায়ই ডাকাতের কবলে পড়ছে যাত্রীরা। ঠিকভাবে বক্তাবলী নৌ ফাঁড়ির পুলিশ রাতে নদীতে টহল দিচ্ছে না। যদি নিয়মিত টহল থাকত, তাহলে ডাকাতেরা এভাবে ডাকাতি করতে পারত না।’
এ বিষয়ে বক্তাবলী নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদল ফকির বলেন, ‘আমরা জানতে পেরেছি ছয়-সাতজনের ডাকাত দল যাত্রীদের কাছে থাকা মোবাইল ফোনসহ ৪০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেছে। যাত্রীদের মধ্যে কয়েকজনকে কিল-ঘুষি মেরেছে তারা। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ দায়ের করেনি।’
ওসি আরও বলেন, ‘এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে আমাদের তদন্ত চলছে।’
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক দিপু বলেন, ধলেশ্বরী নদীতে ডাকাতির ঘটনায় নৌ-পুলিশ ব্যবস্থা নেবে। তার পরও খোঁজখবর নিতে সেখানকার থানার পুলিশ পাঠানো হয়েছে।
নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদীতে খেয়া পারাপারের ট্রলারে ডাকাতির ঘটনায় দুই যাত্রী আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে ফতুল্লার বক্তাবলী গুদারাঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ডাকাতের দল যাত্রীদের মারধর করে নগদ টাকা ও মালামালসহ মোট প্রায় ৬ লাখ টাকার সম্পত্তি লুট করে নিয়ে গেছে।
বক্তাবলী ইউনিয়ন পরিষদের সদস্য মহিউদ্দিন এই ট্রলারের যাত্রীদের বরাত দিয়ে বলেন, ‘গতকাল রাত সাড়ে ১২টার দিকে ধলেশ্বরী নদীর পূর্ব প্রান্তের ঘাট থেকে একটি ট্রলার বক্তাবলী ঘাটে যাচ্ছিল। ওই সময় ট্রলারে প্রায় ২০-২২ জন যাত্রী ছিল। এ সময় মাঝ নদীতে একটি স্পিডবোটে সাত-আটজনের একটি ডাকাতদল এসে ট্রলারটি থামিয়ে দেয়। তারা রামদা ও পিস্তলের মুখে যাত্রীদের জিম্মি করে সবার পকেটে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। ট্রলারে থাকা দুই যাত্রীর কাছে টাকা না থাকায় তাঁদের বেধড়ক মারধর করা হয়েছে। পরে ডাকাতেরা স্পিডবোট নিয়ে মুন্সিগঞ্জের মুক্তারপুরের দিকে চলে যায়। আহত দুজনকে তাৎক্ষণিক হাসপাতালে পাঠানো হয়েছে।’
স্থানীয় বাসিন্দা আব্দুল আজিজ বলেন, ‘এই খেয়া পারাপারের সময় প্রায়ই ডাকাতের কবলে পড়ছে যাত্রীরা। ঠিকভাবে বক্তাবলী নৌ ফাঁড়ির পুলিশ রাতে নদীতে টহল দিচ্ছে না। যদি নিয়মিত টহল থাকত, তাহলে ডাকাতেরা এভাবে ডাকাতি করতে পারত না।’
এ বিষয়ে বক্তাবলী নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদল ফকির বলেন, ‘আমরা জানতে পেরেছি ছয়-সাতজনের ডাকাত দল যাত্রীদের কাছে থাকা মোবাইল ফোনসহ ৪০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেছে। যাত্রীদের মধ্যে কয়েকজনকে কিল-ঘুষি মেরেছে তারা। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ দায়ের করেনি।’
ওসি আরও বলেন, ‘এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে আমাদের তদন্ত চলছে।’
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক দিপু বলেন, ধলেশ্বরী নদীতে ডাকাতির ঘটনায় নৌ-পুলিশ ব্যবস্থা নেবে। তার পরও খোঁজখবর নিতে সেখানকার থানার পুলিশ পাঠানো হয়েছে।
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
২১ দিন আগেসবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
১৪ জুলাই ২০২৫এবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১২ জুলাই ২০২৫মোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
০৫ জুলাই ২০২৫