‘আপনারা কারও বলয়ের মধ্যে যাবেন না’, প্রার্থীদের উদ্দেশে ইসি রাশেদা
আপনারা কারও বলয়ের মধ্যে যাবেন না। কারও বলয়ের মধ্যে থেকে যদি ভোটারদের ভয় দেখান, তাহলে সেই প্রার্থীর প্রার্থিতা আমরা বাতিল করে দেব। এরপর কোর্টে যেতে চাইলে যাবেন, না হলে আমাদের কিছুই করার থাকবে না। কারণ আমরা কোনো অন্যায়কে প্রশ্রয় দেব না...