নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীর বাঘা উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী রোকনুজ্জামান রিন্টুর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নির্বাচনী এজেন্টকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়েব উদ্দিন লাভলুর এজেন্ট রফিকুল ইসলাম এই অভিযোগ করেছেন।
আজ বুধবার সকাল থেকে শুরু হওয়া এই ভোটে রফিকুল ইসলাম বাঘা উপজেলার খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে লাভলুর এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। নারীদের এই কেন্দ্রে মোট ভোটকক্ষ ছয়টি। এর মধ্যে দুটি কক্ষে লাভলুর দুজন এজেন্ট পাওয়া গেছে। অন্য চারটি কক্ষে লাভলুর কোনো এজেন্ট পাওয়া যায়নি।
বাঘা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লায়েব উদ্দিন লাভলু মোটরসাইকেল ও রোকনুজ্জামান রিন্টু আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই দুজন ছাড়া অন্য কোনো চেয়ারম্যান পদপ্রার্থী নেই। রিন্টু জেলা ছাত্রলীগের সাবেক নেতা। আর লাভলু জেলা আওয়ামী লীগের নেতা।
খানপুর এলাকায় রোকনুজ্জামান রিন্টুর বাড়ি। খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে লাভলুর এজেন্ট রফিকুল ইসলাম অভিযোগ করেন, আজ সকালে ভোট শুরুর পর রিন্টু কেন্দ্রে এসেছিলেন। রফিকুল ইসলামকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এজেন্ট হিসেবে দেখে তিনি ক্ষুব্ধ হয়েছেন। ‘ভোট শেষে সন্ধ্যার পর তাঁকে দেখে নেওয়া হবে’ এমন হুমকি দেওয়া হয়েছে বলে দাবি রফিকুল ইসলামের।
রফিকুল ইসলাম আরও অভিযোগ করেন, লায়েব উদ্দিন লাভলুর চার এজেন্টকে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। তবে ভোটকেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান দাবি করেছেন, এজেন্টদের বের করে দেওয়ার মতো ঘটনা ঘটেনি। কোনো কারণে হয়তো তারাই ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করতে আসেননি।
প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এজেন্টকে হুমকি দেওয়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে আনারস প্রতীকের প্রার্থী রোকনুজ্জামান রিন্টু বলেন, ‘কোনো প্রার্থী কখনো ভোটের দিন কাউকে হুমকি দিয়ে বেড়ান না। এই অভিযোগ মিথ্যা।’ তিনি বলেন, খানপুর এলাকায় তাঁর নিজের বাড়ি বলে হয়তো এই অভিযোগ করা হচ্ছে। কিন্তু তিনি সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট চান।
রাজশাহীর বাঘা উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী রোকনুজ্জামান রিন্টুর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নির্বাচনী এজেন্টকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়েব উদ্দিন লাভলুর এজেন্ট রফিকুল ইসলাম এই অভিযোগ করেছেন।
আজ বুধবার সকাল থেকে শুরু হওয়া এই ভোটে রফিকুল ইসলাম বাঘা উপজেলার খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে লাভলুর এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। নারীদের এই কেন্দ্রে মোট ভোটকক্ষ ছয়টি। এর মধ্যে দুটি কক্ষে লাভলুর দুজন এজেন্ট পাওয়া গেছে। অন্য চারটি কক্ষে লাভলুর কোনো এজেন্ট পাওয়া যায়নি।
বাঘা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লায়েব উদ্দিন লাভলু মোটরসাইকেল ও রোকনুজ্জামান রিন্টু আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই দুজন ছাড়া অন্য কোনো চেয়ারম্যান পদপ্রার্থী নেই। রিন্টু জেলা ছাত্রলীগের সাবেক নেতা। আর লাভলু জেলা আওয়ামী লীগের নেতা।
খানপুর এলাকায় রোকনুজ্জামান রিন্টুর বাড়ি। খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে লাভলুর এজেন্ট রফিকুল ইসলাম অভিযোগ করেন, আজ সকালে ভোট শুরুর পর রিন্টু কেন্দ্রে এসেছিলেন। রফিকুল ইসলামকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এজেন্ট হিসেবে দেখে তিনি ক্ষুব্ধ হয়েছেন। ‘ভোট শেষে সন্ধ্যার পর তাঁকে দেখে নেওয়া হবে’ এমন হুমকি দেওয়া হয়েছে বলে দাবি রফিকুল ইসলামের।
রফিকুল ইসলাম আরও অভিযোগ করেন, লায়েব উদ্দিন লাভলুর চার এজেন্টকে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। তবে ভোটকেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান দাবি করেছেন, এজেন্টদের বের করে দেওয়ার মতো ঘটনা ঘটেনি। কোনো কারণে হয়তো তারাই ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করতে আসেননি।
প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এজেন্টকে হুমকি দেওয়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে আনারস প্রতীকের প্রার্থী রোকনুজ্জামান রিন্টু বলেন, ‘কোনো প্রার্থী কখনো ভোটের দিন কাউকে হুমকি দিয়ে বেড়ান না। এই অভিযোগ মিথ্যা।’ তিনি বলেন, খানপুর এলাকায় তাঁর নিজের বাড়ি বলে হয়তো এই অভিযোগ করা হচ্ছে। কিন্তু তিনি সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট চান।
গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে অবস্থিত তৈরি পোশাক কারখানা এম এম নিটওয়্যার ও মামুন নিটওয়্যার লিমিটেড শ্রমিক বিক্ষোভের মুখে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ বুধবার সকাল ৮টায় শ্রমিকেরা কারখানার গেটে টানানো বন্ধ ঘোষণার নোটিশ দেখতে পান। নোটিশ দেখার পর শ্রমিকদের মধ্যে চাপা উত্তেজনা...
২৯ মিনিট আগেকারও হাতে খাতা, কারও বইয়ের ভাঁজে গুঁজে রাখা কলম। হঠাৎ হাওয়ার ঝাপটা এসে উড়িয়ে দেয় কাগজ। মাথায় হাত দিয়ে ধরে রাখতে হয় বই। শিক্ষক একটু থেমে যান। শব্দ থেমে যায়। কয়েক সেকেন্ড পরে আবারও
১ ঘণ্টা আগে২০০১ সালের ১৪ এপ্রিল রমনা বটমূলে পয়লা বৈশাখের অনুষ্ঠানে বোমা হামলার ঘটনা ঘটে। ওই হামলায় ঘটনাস্থলেই নয়জন নিহত হন। হাসপাতালে মারা যান আরও একজন। রমনা বটমূলে বোমা হামলার ঘটনায় দায়ের করা মামলায় ২০১৪ সালের ২৩ জুন রায় দেন বিচারিক আদালত। রায়ে মুফতি হান্নানসহ আটজনের মৃত্যুদণ্ড এবং ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড
১ ঘণ্টা আগেগাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ করছেন। আজ বুধবার সকাল ১০টা থেকে টঙ্গীর খাঁ-পাড়া এলাকার সিজন্স ড্রেসেস লিমিটেড নামক কারখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে এ বিক্ষোভ করেন।
১ ঘণ্টা আগে