Ajker Patrika

এমপি নিক্সনের চাপে সরে গিয়ে জনগণের চাপে ফেরা চেয়ারম্যান প্রার্থীর জয়লাভ

ফরিদপুর প্রতিনিধি
এমপি নিক্সনের চাপে সরে গিয়ে জনগণের চাপে ফেরা চেয়ারম্যান প্রার্থীর জয়লাভ

ফরিদপুরের সদরপুর উপজেলা পরিষদ নির্বাচনে সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরীর চাপে সরে গিয়ে পরবর্তীতে জনগণের চাপে ভোটে ফেরা সেই চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলাম বাবুল বিপুল ভোটে জয়লাভ করেছেন। 

তিনি আনারস প্রতীকে ৪০ হাজার ৩৩৩ ভোট পেয়েছেন। তার নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী সংসদ সদস্য নিক্সন চৌধুরী সমর্থিত কাজী শফিকুর রহমান মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৩৫ হাজার ৫০৮ ভোট। 

আজ বুধবার রাত ১০টার দিকে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা সৈয়দ মুরাদ আলী। এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ৬৮টি কেন্দ্রে ভোট প্রদান করেন ভোটাররা। 

এর আগে গত ২১ মে শহিদুল ইসলাম বাবুলকে নিজ বাড়ি থেকে তুলে নেন সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরী নিজেই। 

পরে তার বাসভবনে নিয়ে জোড় পূর্বকভাবে এই প্রার্থীকে নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য ফেসবুক লাইভ করাতে বাধ্য করেন। পরেরদিন বুধবার জনগণের চাপের মুখে নির্বাচনে ফেরার ঘোষণা দেন তিনি। 

এ ছাড়া এই প্রার্থীকে ৬৮ কেন্দ্রে অস্তিত্ব না রাখার হুমকি দেন সংসদ সদস্য নিক্সন। যার একটি অডিও রেকর্ড ভাইরাল হলে নির্বাচনের দুদিন আগে শহিদুল ইসলাম বাবুল জীবনের নিরাপত্তা ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে ফরিদপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। 

রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মো. জিয়াউল হক খান বলেন, ‘সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। প্রতি ইউনিয়নে একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ টিম ছিলেন। নির্বাচনে পুলিশ, র‍্যাব ও বিজিবিসহ আইন শৃঙ্খলা বাহিনী নিরলসভাবে মাঠে কাজ করেছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত