উচ্চবংশের নামে অভিজাত প্রতারণা সাদিক অ্যাগ্রোর
একটি গরুর দাম কোটি টাকা এবং একটি ছাগলের দাম ১৫ লাখ টাকা হাঁকিয়ে সম্প্রতি বেশ আলোচনায় এসেছেন সাদিক অ্যাগ্রোর মালিক ইমরান হোসেন। শুধু দাম হাঁকিয়ে থামেননি, ২ কোটি ৬০ লাখ টাকায় ব্রাহমা জাতের তিনটি গরু বিক্রিও করেছেন। পরে জানা যায়, ‘উচ্চবংশীয়’ তকমা দেওয়া ব্রাহমা জাতের এসব গরু দেশে আনা থেকে শুরু করে বিক্র