Ajker Patrika

৩৬ বছর আগে মৃত শিশুর নামে এনআইডি, পিতা–পুত্রের বয়সের পার্থক্য ৩ বছর ৯ মাস

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০১ জুলাই ২০২৪, ০৯: ৫০
৩৬ বছর আগে মৃত শিশুর নামে এনআইডি, পিতা–পুত্রের বয়সের পার্থক্য ৩ বছর ৯ মাস

পিরের পুত্র সেজে নিজের নাম পরিচয় বদলে বানিয়েছেন জাতীয় পরিচয়পত্র (এনআইডি)। কথিত পিতার মৃত সন্তানের নাম ধারণ করেছেন। এরপর উত্তরাধিকার দাবি করে জমি দখলের চেষ্টা করছেন। এসব অভিযোগে চট্টগ্রামের আনোয়ারায় সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। 

আজ শুক্রবার সকালে উপজেলার কালাবিবি দীঘির মোড়ের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করা হয়। অভিযুক্ত মোহাম্মদ সিরাজ উল্লাহ্ বরুমছড়া ইউনিয়নের কালা মিয়ার ছেলে। আর পির দেওয়ান মোহাম্মদ জমির উল্লাহ্ চিশতী বারখাইন ইউনিয়নের রেহান মাতব্বরের ছেলে। তাঁর ছেলে সিরাজ উল্লাহ ৩৬ বছর আগে মারা গেছেন। এই ছেলের নামেই এনআইডি তৈরি করেছেন অভিযুক্ত মোহাম্মদ সিরাজ। 

ধর্ম পিতার পুত্র সেজে জাতীয় পরিচয়পত্র তৈরি করেছেন মোহাম্মদ সিরাজ। ছবি: আজকের পত্রিকা

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জমির উল্লাহর ছোট ভাই মো. নাসির উদ্দিন বলেন, পির দেওয়ান মোহাম্মদ জমির উল্লাহ চিশতীর খাদেম ছিলেন মোহাম্মদ সিরাজ। পিরের এক শ্যালিকাকে বিয়েও করেছেন। পির জমির উল্লাহর দুই ছেলে মো. মহিউদ্দিন ও মো. জসিম উদ্দিন ওরফে সিরাজ উল্লাহ। দুই সন্তানই জন্মের কিছুদিনের মধ্যে মারা গেছে। মৃত সিরাজ উল্লাহর নাম ব্যবহার করে ২০১৭ সালে জাতীয় পরিচয়পত্র তৈরি করেন মোহাম্মদ সিরাজ। পরিচয়পত্রে জন্মতারিখ দিয়েছেন ১৯৬৫ সালের ১১ মে। অথচ সিরাজ উল্লাহ ১৯৮৮ সালের ৫ জুন মারা গেছেন। দেওয়ান মোহাম্মদ জমির উল্লাহর জন্ম ১৯৬১ সালের ২২ জুলাই। সে হিসেবে ধর্ম পিতা জমির উল্লাহ ও তাঁর পুত্র দাবি করা মোহাম্মদ সিরাজের বয়সের পার্থক্য ৩ বছর ৯ মাস! 

অভিযুক্ত মোহাম্মদ সিরাজ। ছবি: আজকের পত্রিকা

নাসির উদ্দিন আরও জানান, ১৯৯২ সালের ২৮ মার্চ জমির উল্লাহ মারা যান। জমির উল্লাহ ও তাঁর মৃত ছেলে সিরাজ উল্লাহ তথ্য ব্যবহার করে মোহাম্মদ সিরাজ এনআইডি কার্ড করিয়েছেন। এরপর বিভিন্ন দলিলপত্র তৈরি করে জমি দখলের চেষ্টা করেছেন। 

সংবাদ সম্মেলনে নাসির উদ্দিন বলেন, ‘আমরা আর কোনো উপায় না দেখে আদালতের আশ্রয় নিয়েছি। কিন্তু আইন আদালত দীর্ঘসূত্রতার কারণে সিরাজের প্রতারণা বন্ধ করতে আমরা প্রশাসনের সহযোগিতা কামনা করছি।’ 

উপজেলার কালাবিবি দীঘির মোড়ের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন। ছবি: আজকের পত্রিকাসংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, দেওয়ান মোহাম্মদ জমির উল্লাহ্ ও সিরাজ উল্লাহর সম্পত্তির উত্তরাধিকারী (ওয়ারিশ) মোহাম্মদ হেফাজ উদ্দিন, মো. হাশেম উদ্দিন, মো. জালাল উদ্দিন, মো. ফরিদুল আলম ও মো. নুরুল্লাহ্ প্রকাশ নুরুল হকসহ স্বজনেরা। 

অবশ্য এসব তথ্য স্বীকার করেছেন অভিযুক্ত মোহাম্মদ সিরাজ। তিনি বলেন, ‘দেওয়ান মোহাম্মদ জমির উল্লাহ চিশতী আমার পির, তাই উনি আমার আধ্যাত্মিক পিতা। উনি আমাকে খেলাফত (পিরের প্রতিনিধিত্ব) দিয়েছেন। এই জন্য আমি আমার নাম–ঠিকানা পরিবর্তন করে নতুন পরিচয়পত্র তৈরি করেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত