পুঁজিবাজারে পতন: দীর্ঘ লাল রেখায় কমছে পুঁজি
লাগাতার দরপতন হচ্ছে দেশের পুঁজিবাজারে। এতে চিন্তিত হয়ে পড়েছেন বিনিয়োগকারীরা। যদিও এভাবে ধারাবাহিক পতনের সুনির্দিষ্ট কোনো কারণ দেখছেন না তাঁরা। আবার ঘুরেফিরে অনেক কারণই আসছে আলোচনায়। কারণ জানা-অজানা, এক বা একাধিক–যেটাই হোক মাস দেড়েক ধরে বাজারের টানা পতনে পুঁজি হারিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বিনিয়োগকারীরা।