শিশুকে গাছে বেঁধে নির্যাতন, আটক ১
গত শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে মল্লিকপুর তামলাই দিঘির নিকটস্থ জহিরুল ইসলামের বাড়ির পাশে জাল থেকে মাছ চুরির অপবাদে জুয়েল রানাকে নির্যাতন করা হয়। তাকে একটি গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে নির্যাতন করেন একই গ্রামের আবু রায়হানের কৃষি খামারের পাহারাদার রমজান আলী বাসু। এই নির্যাতনের ছবি ফেসবুকে ভাইরাল হয়