‘পিএসজির শিস দেওয়ায় মেসিই দায়ী’
লিওনেল মেসিকে দুয়োধ্বনি দেওয়া যেন প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) সমর্থকদের নিয়মিত কাজ। মেসি গোল করুন বা না-ই করুন, পায়ে বল থাকলেই তাঁকে দেখে শিস বাজান সমর্থকেরা। এমন পরিস্থিতির জন্য আর্জেন্টাইন তারকা ফুটবলারকে দায়ী করছেন ফ্রান্সের সাবেক কোচ রেমন্ড ডমেনেক।