তিন ঘণ্টা বাকি থাকতেই ভোট পড়েছে ৭০%
ভারতের পশ্চিমবঙ্গ ও আসাম রাজ্যে প্রথম দফায় বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে। আজ শনিবার সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। তিন ঘণ্টা বাকি থাকতেই অর্থাৎ বেলা ৩টার মধ্যে রেকর্ড ৭০ শতাংশের বেশি ভোট পড়েছে। দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া দুই রাজ্যেই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।