পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক সংঘর্ষ, নিহত ৮
ভারতের পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক সহিংসতা হয়েছে। সকাল ৭টায় ভোট গ্রহণ শুরুর প্রথম চার ঘণ্টার মধ্যেই গুলি, ছুরিকাঘাত ও বোমা হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। পরগনা, মুর্শিদাবাদ, রেজিনগর, বেলডাঙ্গা ও তুফানগঞ্জে এসব ঘটনা ঘটেছে। টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।