জোবাইদুরের বাড়িতে মরুর দেশের দুম্বা
আছে বন, নদী, পাহাড়, সমুদ্র আর সমতল। তবে কোনো মরুভূমি নেই বাংলাদেশে। কিন্তু মরুভূমির প্রাণী দুম্বা পালনের চেষ্টা হচ্ছে এখানে। মো. জোবাইদুর রহমান (৪০) দুম্বা পালনের চেষ্টা শুরু করেছেন নিজের বাড়িতে। আর ‘পবিত্র নগরী’র এ পশু দেখতে প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে মানুষ ভিড় করছেন তাঁর বাড়িতে।