পরীমণির বাসা থেকে জব্দকৃত আলামত ফেরত দেওয়ার নির্দেশ আদালতের
চিত্রনায়িকা শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমণির গাড়ি, আইপ্যাড, মোবাইলসহ ১৬টি আলামত তাকে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম সত্যব্রত শিকদার পরীমণির জব্দকৃত আলামতসমূহ ফেরত দেওয়ার নির্দেশ দেন। এ সময় পরীমণি আদালতে উপস্থিত ছিলেন।