পোর্তোর আজ ইন্টার-পরীক্ষা
দুই বছর আগে সেপ্টেম্বরে ম্যানচেস্টার সফরের অম্লমধুর স্মৃতিটা ক্যারিয়ারে নিশ্চিত আলাদা হয়ে থাকবে ক্রিস্টোফার এনকুকুর কাছে। কোচ পেপ গার্দিওলার ক্ষুরধার মস্তিষ্ক ও তারকায় ঠাসা সিটিজেনদের বিপক্ষে একাই কী লড়াইটা না করেছিলেন ফরাসি ফরোয়ার্ড! কিন্তু শেষ পর্যন্ত তাঁকে মাঠ ছাড়তে হয় ‘নিঃসঙ্গ শেরপা’ হয়ে।
প্রথম