
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বরগুনার পাথরঘাটায় আজ সোমবার ভোর থেকে শুরু হয়েছে দমকা হাওয়ায় পাশাপাশি ভারি বৃষ্টিপাত।

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে আবহাওয়া অধিদপ্তরের ঘোষিত ৭ নম্বর সংকেতের আওতায় রয়েছে খুলনার পাইকগাছা। আজ সোমবার সকাল থেকে উপজেলায় বয়ে যাচ্ছে ঝোড়ো হাওয়া। বেলা বাড়ার সঙ্গে বাড়ছে বাতাসের গতিবেগ। এই ঘূর্ণিঝড় মোকাবিলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ১০৮টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা রয়েছে।

ঝালকাঠিতে গতকাল মধ্য রাত থেকে দমকা হাওয়া বইছে। হয়েছে মাঝারি ও ভারী বৃষ্টিপাত। আজ সোমবার ভোর থেকে বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ এবং বিঘ্নিত হচ্ছে নেট সরবরাহ।

পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় সিত্রাং আরও ঘনীভূত ও উত্তর-উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে। এরপর মঙ্গলবার (২৫ অক্টোবর) ভোররাত বা সকাল নাগাদ পটুয়াখালীর কলাপাড়া (খেপুপাড়া) দিয়ে বরিশাল-চট্টগ্রাম উপকূল অতিক্রম করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।