ঝুলেও বাসে উঠতে পারছে না মানুষ, রাজধানীতে গণপরিবহনের সংকট চরমে
রাজধানীর শাহবাগ মোড়। প্রায় ২০ থেকে ৩০ মিনিট অপেক্ষার পর আসছে একটি-দুটি বাস। সেই বাসও যাত্রীতে ঠাসা, দরজার হাতল ধরে ঝুলে আছে অনেক যাত্রী। বাসের অপেক্ষায় এখানে অপেক্ষারত মানুষ যে ঝুলেও কোনোভাবে বাসে উঠবে, সেই সুযোগও নেই।