নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এ বছরের সেপ্টেম্বর মাসেই বহুল প্রতীক্ষিত কালনা ফোর লেন সেতু ও বেকুটিয়ায় অষ্টম চীন-বাংলা মৈত্রী সেতুর উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকল্প দুটি উদ্বোধন করবেন বলে আজ মঙ্গলবার জানান তিনি।
মঙ্গলবার সচিবালয়ে নিজ কার্যালয়ে ঈদ-পরবর্তী প্রথম কার্যদিবসে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ঈদ শুভেচ্ছা ও মতবিনিময় করেন ওবায়দুল কাদের। এ মতবিনিময় সভায় কালনা ও চীন-বাংলা মৈত্রী সেতু উদ্বোধনের সম্ভাব্য সময় সম্পর্কে অবহিত করেন।
এদিকে নির্মাণাধীন বিভিন্ন প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়ে সেতুমন্ত্রী বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট এড়াতে চার লেনকে ছয় লেনে উন্নীতকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সিলেটসহ অন্যান্য জেলায় বন্যার কারণে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত মেরামতের নির্দেশনা দেন মন্ত্রী।
ওবায়দুল কাদের বলেন, ‘মহাসড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ করা হয়েছে অতি প্রয়োজনে। অনেক ক্ষেত্রে নিয়ম লঙ্ঘন করেও মোটরসাইকেল চলেছে। তবে মোটরসাইকেল নিয়ন্ত্রণের কারণেই দুর্ঘটনা কমেছে। এবারের ঈদে সড়কের অবস্থা দেশের সব জায়গায় ভালো। সড়কের জন্য যানজট হয়নি। যেটুকু হয়েছে ব্যবস্থাপনার জন্য এবং ত্রুটির জন্য। ভবিষ্যতে যাতে এমন না হয়, সেদিকে কঠোর নজর দিতে হবে।’
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘যারা আজ সমালোচনা করে, তারা একটা কাজ দেখাক, যে কাজটা জনগণের কোনো প্রকার দুর্ভোগ, দুর্ঘটনা লাঘবে তারা করেছে। কোথাও তাদের দৃশ্যমান প্রকল্প নাই।’
সভায় ওবায়দুল কাদের জানান, এ বছরের ডিসেম্বরেই মেট্রোরেল প্রকল্পের প্রথম ভাগের নির্মাণকাজ শেষ হতে পারে।
মতবিনিময় সভায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী, বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার, মেট্রোরেল প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিকসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ বছরের সেপ্টেম্বর মাসেই বহুল প্রতীক্ষিত কালনা ফোর লেন সেতু ও বেকুটিয়ায় অষ্টম চীন-বাংলা মৈত্রী সেতুর উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকল্প দুটি উদ্বোধন করবেন বলে আজ মঙ্গলবার জানান তিনি।
মঙ্গলবার সচিবালয়ে নিজ কার্যালয়ে ঈদ-পরবর্তী প্রথম কার্যদিবসে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ঈদ শুভেচ্ছা ও মতবিনিময় করেন ওবায়দুল কাদের। এ মতবিনিময় সভায় কালনা ও চীন-বাংলা মৈত্রী সেতু উদ্বোধনের সম্ভাব্য সময় সম্পর্কে অবহিত করেন।
এদিকে নির্মাণাধীন বিভিন্ন প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়ে সেতুমন্ত্রী বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট এড়াতে চার লেনকে ছয় লেনে উন্নীতকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সিলেটসহ অন্যান্য জেলায় বন্যার কারণে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত মেরামতের নির্দেশনা দেন মন্ত্রী।
ওবায়দুল কাদের বলেন, ‘মহাসড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ করা হয়েছে অতি প্রয়োজনে। অনেক ক্ষেত্রে নিয়ম লঙ্ঘন করেও মোটরসাইকেল চলেছে। তবে মোটরসাইকেল নিয়ন্ত্রণের কারণেই দুর্ঘটনা কমেছে। এবারের ঈদে সড়কের অবস্থা দেশের সব জায়গায় ভালো। সড়কের জন্য যানজট হয়নি। যেটুকু হয়েছে ব্যবস্থাপনার জন্য এবং ত্রুটির জন্য। ভবিষ্যতে যাতে এমন না হয়, সেদিকে কঠোর নজর দিতে হবে।’
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘যারা আজ সমালোচনা করে, তারা একটা কাজ দেখাক, যে কাজটা জনগণের কোনো প্রকার দুর্ভোগ, দুর্ঘটনা লাঘবে তারা করেছে। কোথাও তাদের দৃশ্যমান প্রকল্প নাই।’
সভায় ওবায়দুল কাদের জানান, এ বছরের ডিসেম্বরেই মেট্রোরেল প্রকল্পের প্রথম ভাগের নির্মাণকাজ শেষ হতে পারে।
মতবিনিময় সভায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী, বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার, মেট্রোরেল প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিকসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দেশের বিভিন্ন অঞ্চলের ২৪টি পণ্যকে জিআই (ভৌগোলিক নির্দেশক) নিবন্ধন সনদ দেওয়া হয়েছে। আজ বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর আয়োজিত ‘বিশ্ব মেধাসম্পদ দিবস ২০২৫’ উপলক্ষে আয়োজিত সভায় এই সনদ বাংলাদেশ তাঁত বোর্ড, সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক
৩ মিনিট আগেবাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলি আল হামুদি বৈঠক করেছেন। আজ বুধবার বিকেলে সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার অফিস কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তাঁরা দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়ন, দক্ষ জনশক্তি রপ্তানি, ভিসা চালু, বাণিজ্য-বিনিয়োগ ও সহযোগিতা
৩৩ মিনিট আগেরাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিতের আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। আজ বুধবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের কাছে আবেদন করা
১ ঘণ্টা আগেসাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানার পরিবারের সদস্যদের ৬ কোটি ২১ লাখ ৬১ হাজার ৫০০ টাকা মূল্যের বাড়ি ও জমি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বুধবার (৩০ এপ্রিল) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই
২ ঘণ্টা আগে