নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সকাল থেকে পঞ্চগড়ে যাওয়ার উদ্দেশ্যে গাবতলী বাস টার্মিনালে বৃদ্ধা শাশুড়িকে নিয়ে টিকিটের জন্য অপেক্ষা করছেন সুমনা পারভিন। উত্তরাঞ্চলের সব পরিবহনের কাউন্টারে টিকিট প্রায় শেষ। অনেক ঘুরে অবশেষে নির্ধারিত দামের থেকে বেশি টাকায় দুটি টিকিট সংগ্রহ করতে পেরেছেন তিনি। এরই উল্টো চিত্র দক্ষিণাঞ্চলের কাউন্টারগুলোতে। সেখানে নেই টিকিটের চাপ। তবে সব দিকের বাসগুলোতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে যাত্রীদের।
আজ বুধবার সকালে গাবতলী বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, উত্তরবঙ্গের বেশির ভাগ কাউন্টারে গিয়ে যাত্রীদের শুনতে হচ্ছে টিকিট শেষ। কিন্তু ভিন্ন রূপ দক্ষিণাঞ্চলের কাউন্টারগুলোতে। এই অঞ্চলের মানুষ এখন পদ্মা সেতু দিয়ে যাতায়াত করায় এসব কাউন্টারে নেই যাত্রীর চাপ। তাই বেশির ভাগ কাউন্টার স্টাফকে অলস সময় কাটাতে দেখা গেছে। তবে দুই অঞ্চলের কাউন্টারেই টিকিটের নির্ধারিত মূল্যের থেকে বেশি টাকা রাখার অভিযোগ করেছেন যাত্রীরা।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানজিদা ইসলাম জানান, টিকিটে ৬৫০ টাকা লেখা থাকলেও তার কাছে টিকিটের দাম নেওয়া হয়েছে ৭০০ টাকা। তানজিদা বলেন, ‘আমি জানতে চাইলাম বেশি কেন নিচ্ছেন? আমাকে বলল, ঈদের সময় এমনই হয়। কী আর বলব, বাসায় তো যাইতে হবে।’
হানিফ পরিবহনের কাউন্টার থেকে জানা গেছে, বুধবারের কোনো টিকিটই নেই তাদের কাছে। সব বিক্রি হয়ে গেছে। উত্তরাঞ্চলের পরিবহন রিজভী ট্রাভেলসের কাউন্টার মাস্টার কামরুজ্জামান বলেন, ‘এখন রাস্তায় জ্যাম নাই। আগামীকাল হাটগুলোতে গরু উঠবে। ট্রাকে ট্রাকে গরু আসবে। তখন জ্যাম হবে।’
এদিকে দক্ষিণাঞ্চলের বেশির ভাগ টিকিট কাউন্টার ঘুরে দেখা যায়, যাত্রীর চাপ সেখানে তুলনামূলক কম। দক্ষিণাঞ্চলের হানিফ এন্টারপ্রাইজের মোজাম্মেল হক বলেন, ‘যাত্রী ভাগাভাগি হয়ে গেছে পদ্মা সেতু হওয়ার কারণে। যাদের বাড়ি ওদিক থেকে কাছাকাছি হয়, তারা সবাই সায়দাবাদ কাউন্টার থেকে টিকিট করছেন ওই রুটের।’
অনেক যাত্রী শুধু পদ্মা সেতু দেখার জন্য রুট বদলেছে উল্লেখ করে এই কাউন্টার মাস্টার বলেন, ‘এমনও যাত্রী পেয়েছি, এসে জিজ্ঞাসা করছে পদ্মা সেতু দিয়ে বাস যাবে কি না!’ সেই সঙ্গে আগামীকাল থেকে বাস ছাড়তে কিছুটা দেরি হতে পারে বলে জানান দক্ষিণের বেশির ভাগ টিকিট বিক্রেতা।
সাতক্ষীরার একজন যাত্রী বলেন, ‘পদ্মা সেতু দিয়ে আমাদের বাড়ি যাওয়া যায়। কিন্তু সেখানে টিকিটের দাম অনেক। তাই গাবতলী থেকেই যাচ্ছি। যদিও এখানে ৭০০ টাকার টিকিট ৮০০ টাকা। তা-ও ওই দিকের তুলনায় কম।’
আজ থেকে গাবতলী বাস টার্মিনালে বসছে আন্তজেলা বাস টার্মিনাল ভিজিলেস টিম। এখানে দায়িত্বে থাকা বিআরটিএর উপপরিচালক সুব্রত দেবনাথ বলেন, ‘আমরা সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। বাস দেরিতে ছাড়ছে কি না, যাত্রীদের ভোগান্তিসহ সবকিছু। এখনো কোনো অভিযোগ আসেনি।'
অভিযোগ এলে সে বিষয়ে মোবাইলকোর্টের মাধ্যমে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে সুব্রত দেবনাথ বলেন, ‘পদ্মা সেতুর একটা প্রভাব এখানে আছে। তুলনামূলক যাত্রী কিছুটা কম এই ঈদে। এ ছাড়া স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে আমরা নজরদারি করছি।’
সকাল থেকে পঞ্চগড়ে যাওয়ার উদ্দেশ্যে গাবতলী বাস টার্মিনালে বৃদ্ধা শাশুড়িকে নিয়ে টিকিটের জন্য অপেক্ষা করছেন সুমনা পারভিন। উত্তরাঞ্চলের সব পরিবহনের কাউন্টারে টিকিট প্রায় শেষ। অনেক ঘুরে অবশেষে নির্ধারিত দামের থেকে বেশি টাকায় দুটি টিকিট সংগ্রহ করতে পেরেছেন তিনি। এরই উল্টো চিত্র দক্ষিণাঞ্চলের কাউন্টারগুলোতে। সেখানে নেই টিকিটের চাপ। তবে সব দিকের বাসগুলোতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে যাত্রীদের।
আজ বুধবার সকালে গাবতলী বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, উত্তরবঙ্গের বেশির ভাগ কাউন্টারে গিয়ে যাত্রীদের শুনতে হচ্ছে টিকিট শেষ। কিন্তু ভিন্ন রূপ দক্ষিণাঞ্চলের কাউন্টারগুলোতে। এই অঞ্চলের মানুষ এখন পদ্মা সেতু দিয়ে যাতায়াত করায় এসব কাউন্টারে নেই যাত্রীর চাপ। তাই বেশির ভাগ কাউন্টার স্টাফকে অলস সময় কাটাতে দেখা গেছে। তবে দুই অঞ্চলের কাউন্টারেই টিকিটের নির্ধারিত মূল্যের থেকে বেশি টাকা রাখার অভিযোগ করেছেন যাত্রীরা।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানজিদা ইসলাম জানান, টিকিটে ৬৫০ টাকা লেখা থাকলেও তার কাছে টিকিটের দাম নেওয়া হয়েছে ৭০০ টাকা। তানজিদা বলেন, ‘আমি জানতে চাইলাম বেশি কেন নিচ্ছেন? আমাকে বলল, ঈদের সময় এমনই হয়। কী আর বলব, বাসায় তো যাইতে হবে।’
হানিফ পরিবহনের কাউন্টার থেকে জানা গেছে, বুধবারের কোনো টিকিটই নেই তাদের কাছে। সব বিক্রি হয়ে গেছে। উত্তরাঞ্চলের পরিবহন রিজভী ট্রাভেলসের কাউন্টার মাস্টার কামরুজ্জামান বলেন, ‘এখন রাস্তায় জ্যাম নাই। আগামীকাল হাটগুলোতে গরু উঠবে। ট্রাকে ট্রাকে গরু আসবে। তখন জ্যাম হবে।’
এদিকে দক্ষিণাঞ্চলের বেশির ভাগ টিকিট কাউন্টার ঘুরে দেখা যায়, যাত্রীর চাপ সেখানে তুলনামূলক কম। দক্ষিণাঞ্চলের হানিফ এন্টারপ্রাইজের মোজাম্মেল হক বলেন, ‘যাত্রী ভাগাভাগি হয়ে গেছে পদ্মা সেতু হওয়ার কারণে। যাদের বাড়ি ওদিক থেকে কাছাকাছি হয়, তারা সবাই সায়দাবাদ কাউন্টার থেকে টিকিট করছেন ওই রুটের।’
অনেক যাত্রী শুধু পদ্মা সেতু দেখার জন্য রুট বদলেছে উল্লেখ করে এই কাউন্টার মাস্টার বলেন, ‘এমনও যাত্রী পেয়েছি, এসে জিজ্ঞাসা করছে পদ্মা সেতু দিয়ে বাস যাবে কি না!’ সেই সঙ্গে আগামীকাল থেকে বাস ছাড়তে কিছুটা দেরি হতে পারে বলে জানান দক্ষিণের বেশির ভাগ টিকিট বিক্রেতা।
সাতক্ষীরার একজন যাত্রী বলেন, ‘পদ্মা সেতু দিয়ে আমাদের বাড়ি যাওয়া যায়। কিন্তু সেখানে টিকিটের দাম অনেক। তাই গাবতলী থেকেই যাচ্ছি। যদিও এখানে ৭০০ টাকার টিকিট ৮০০ টাকা। তা-ও ওই দিকের তুলনায় কম।’
আজ থেকে গাবতলী বাস টার্মিনালে বসছে আন্তজেলা বাস টার্মিনাল ভিজিলেস টিম। এখানে দায়িত্বে থাকা বিআরটিএর উপপরিচালক সুব্রত দেবনাথ বলেন, ‘আমরা সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। বাস দেরিতে ছাড়ছে কি না, যাত্রীদের ভোগান্তিসহ সবকিছু। এখনো কোনো অভিযোগ আসেনি।'
অভিযোগ এলে সে বিষয়ে মোবাইলকোর্টের মাধ্যমে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে সুব্রত দেবনাথ বলেন, ‘পদ্মা সেতুর একটা প্রভাব এখানে আছে। তুলনামূলক যাত্রী কিছুটা কম এই ঈদে। এ ছাড়া স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে আমরা নজরদারি করছি।’
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১ কোটি ৬ লাখ ৭৯ হাজার টাকার ৮৮৭.৫০ গ্রাম স্বর্ণসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সালেহ ফয়সাল (২৭), মনিরুল ইসলাম (৩৪) ও মাসুম রানা (৩২)।
৩৯ মিনিট আগেএশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) পরামর্শকদের পরামর্শ উপেক্ষা করে রাঙামাটি শহরে কাপ্তাই হ্রদের পানি সরবরাহ প্রকল্পে নিম্নমানের কাজ চলছে বলে অভিযোগ উঠেছে। এডিবির অর্থায়নে ৩৩৪ কোটি টাকার এ প্রকল্পের কাজ বাস্তবায়ন করছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। পাঁচটি প্যাকেজের আওতায় প্রকল্পের কাজ চলছে। এর মধ্যে একটি হল
১ ঘণ্টা আগেনোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে অভিযান চালিয়ে দুটি অবৈধ পলিথিন কারখানাকে ৬ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ১৪ হাজার ১৭৯ কেজি নিষিদ্ধ পলিথিন ও কাঁচামাল জব্দ করা হয়।
২ ঘণ্টা আগেরাজধানীর মহাখালী রাওয়া ক্লাবের বিপরীতে ইউরেকা ফিলিং স্টেশনে থাকা তেলবাহী ট্যাংকারে আগুন লেগেছিল। আজ রোববার (১৭ আগস্ট) সন্ধ্যা ৭টা ৪৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এর আগে সন্ধ্যা ৭টা ১৮ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস।
২ ঘণ্টা আগে