নেপাল থেকে নতুন চোট নিয়ে ফিরলেন তামিম
হাঁটুর চোট থেকে সেরে ওঠে তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আগে প্রস্তুত হতে গিয়েছিলেন নেপালে। সেখানে খেলছিলেন এভারেস্ট প্রিমিয়ার লিগে (ইপিএল)। কিন্তু সেই লিগ তামিমকে ‘উপহার দিল’ নতুন চোট। বাম হাতের বুড়ো আঙুলের গুরুতর চোটে এই লিগ তো শেষ হয়ে গেছেই, বাংলাদেশের ওয়ানডে অধিনায়ককে চোট থেকে সেরে উঠতে ন