Ajker Patrika

নেপালে বন্যা ও ভূমিধসে কমপক্ষে ৭৭ জনের প্রাণহানি

আপডেট : ২১ অক্টোবর ২০২১, ১০: ৫৩
নেপালে বন্যা ও ভূমিধসে কমপক্ষে ৭৭ জনের প্রাণহানি

নেপালে টানা তিন দিনের ভারী বৃষ্টিতে বন্যা ও ভূমিধসে কমপক্ষে ৭৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ২২ জন এবং ২৬ জন নিখোঁজ রয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, আজ বুধবার ৩৪ জনের মরদেহ উদ্ধার করা হয়। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের সীমান্তবর্তী পূর্ব নেপালের পাঁচথর জেলায় ২৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রতিবেশী ইলামে ১৩ জন এবং পশ্চিম নেপালের দতিতে ১২ জনের মৃত্যু হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা দিল কুমার তামাং বলেন, 'বাকিদের প্রাণহানির ঘটনা ঘটেছে পশ্চিম নেপালে।'

কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারের পক্ষ থেকে মৃতদের পরিবারকে ১ হাজার ৭০০ ডলার করে দেওয়া হবে। আহতদের বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হবে।

পুলিশের মুখপাত্র বসন্ত কুনওয়ার বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, 'আবহাওয়া প্রতিকূলে থাকায় উদ্ধারকারীরা গ্রামে পৌঁছাতে পারছে না। গতকালও টানা বৃষ্টি হয়েছে।'

উল্লেখ্য, প্রতিবছর বর্ষা মৌসুমে নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে। সাধারণত দেশটিতে মধ্য জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রাকৃতিক এই দুর্যোগ শুরু হয়। কিন্তু চলতি বছরের অক্টোবর মাসে এসেও দেশটিতে বৈরী আবহাওয়া দেখা যাচ্ছে। আগামী কয়েক দিন বৃষ্টি আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

যুবককে আটক করা নিয়ে বিজিবি ও এলাকাবাসীর পাল্টাপাল্টি দাবি

বরিশাল-৩ আসনে বিএনপির দুই হেভিওয়েট নেতার দ্বন্দ্ব প্রকাশ্যে

বরখাস্ত সৈনিককে অস্ত্র দিয়েছেন বিএনপি নেতা, অডিও নিয়ে তোলপাড়

ভূমি অফিসের কাণ্ড: এসি ল্যান্ড দপ্তরের নামে দেড় কোটি টাকা আদায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত