রহস্যময় আলাস্কা ট্রায়াঙ্গল থেকে ৫৩ বছরে হারিয়ে গেছে ২০ হাজার মানুষ
বারমুডা ট্রায়াঙ্গলের কথা নিশ্চয় শুনেছেন। আটলান্টিক মহাসাগরের ওই অঞ্চল থেকে রহস্যময়ভাবে হরিয়ে যায় জাহাজ, উড়োজাহাজ। আজ শুনবেন ‘আলাস্কা ট্রায়াঙ্গলে’র গল্প। ১৯৭০ সাল থেকে ওই এলাকায় নিখোঁজ হয়েছেন ২০ হাজার মানুষ। তেমনি ইউএফও আর বিগ ফুট দেখা যাওয়ার নানা কাহিনি ডালপালা মেলেছে জায়গাটিকে ঘিরে।