Ajker Patrika

রূপগঞ্জে নিখোঁজের পরদিন ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
রূপগঞ্জে নিখোঁজের পরদিন ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজের পরদিন ব্যবসায়ী ফালান শিকদারের (৫০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ রোববার বিকেলে উপজেলার তারাবো পৌরসভার দক্ষিণ মাসাবো এলাকার একটি পরিত্যক্ত বাগান থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। 

জমি ব্যবসায়ী ফালান শিকদার উপজেলার বরপা এলাকার মদন শিকদারের ছেলে। গত শনিবার সকাল ১০টা থেকে তিনি নিখোঁজ ছিলেন। 

নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে ব্যবসায়িক কাজে ফালান ঘর থেকে বের হন। দশটার পর থেকে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায় তাঁর। সারা দিন পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পায়নি। 

রোববার বিকেলে দক্ষিণ মাসাবো এলাকার একটি পরিত্যক্ত বাগানে মরদেহ পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিলে নিখোঁজ পরিবারের স্বজনেরা তাঁকে শনাক্ত করেন। পরে তাঁর মরদেহ নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, মরদেহের বিভিন্ন আঘাতের চিহ্ন রয়েছে। তা ছাড়া মরদেহের পাশ থেকে দুইটি সিরিঞ্জ ও তরল জাতীয় পদার্থসহ একটি বোতল উদ্ধার করা হয়েছে। তাঁকে রাতের যেকোনো সময় হত্যা করা হতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এই ঘটনায় নিহতের পরিবার মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত