নারী পাচার করতেন টিকটক হৃদয়, ঢাকায় ৪ সহযোগীকে আটক
ধীরে ধীরে বেরিয়ে আসছে হৃদয় বাবুর নারী পাচারের নানান তথ্য। টিকটকের মাধ্যমে পরিচয় হওয়ার পর তরুণীদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলত হৃদয়। শনিবার পর্যন্ত তিনজন তরুণীর খোঁজ পেয়েছে পুলিশ। যাদের ভারতে পাচারের পর জোর করে দেহব্যবসাতে বাধ্য করেছে হৃদয় ও তার গ্যাংয়ের ভারতীয় সদস্যরা