আরব মহাসাগরে জলদস্যুর কবলে বাংলাদেশি জাহাজ, ২৩ নাবিক জিম্মি
ভারত মহাসাগরে জলদস্যুদের কবলে পড়েছে কেএসআরএম গ্রুপের মালিকানাধীন জাহাজ। এসআর শিপিংয়ের জাহাজটি নৌপথে পণ্য পরিবহন করে। এমভি আবদুল্লাহ নামের ওই জাহাজের ২৩ জন বাংলাদেশি নাবিক ছিলেন, তারা সবাই জিম্মি দশায় পড়েছেন বলে জাহাজের মালিকপক্ষ জানিয়েছে। জাহাজটির ক্যাপ্টেনের নাম আবদুর রশিদ।