Ajker Patrika

সোমালিয়া উপকূলে ভারতীয় নাবিকসহ মালবাহী জাহাজ ছিনতাই 

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪, ১৫: ৫০
সোমালিয়া উপকূলে ভারতীয় নাবিকসহ মালবাহী জাহাজ ছিনতাই 

আরব সাগরে অশান্ত পরিস্থিতি যেন আর শান্তই হচ্ছে না। এবার সোমালিয়া উপকূলে ভারতীয় নাবিকসহ একটি মালবাহী জাহাজ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার একটু পরপরই এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ভারতীয় নৌবাহিনী অঞ্চলটিতে একটি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে। 

লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজটির নাম এমভি লীলা নরফোক। ভারতীয় নৌবাহিনী জানিয়েছে, জাহাজটিতে অন্তত ১৫ জন ক্রু রয়েছেন, যাঁরা ভারতের নাগরিক। জাহাজটি থেকে আসা একটি ‘ডিস্ট্রেস কলের’ ওপর ভিত্তি করে ভারতীয় নৌবাহিনী পরিস্থিতির ওপর নজর রাখা শুরু করে। এরই মধ্যে জাহাজে থাকা ক্রুদের সঙ্গে যোগাযোগ স্থাপিত হয়েছে বলে জানিয়েছে ভারতীয় নেভি। 

ভারতের নৌবাহিনী আজ শুক্রবার সকালে এক বিবৃতিতে বলেছে, ‘আরব সাগরে লাইবেরিয়ার পতাকাবাহী মালবাহী জাহাজ ছিনতাইয়ের ঘটনার খবর পেয়ে দ্রুত প্রতিক্রিয়া জানায় ভারতীয় নৌবাহিনী। এরই মধ্যে বিষয়টি মোকাবিলার জন্য একটি মিশন পাঠানো হয়েছে।’ 

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘জাহাজটিতে থাকা ক্রুরা যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশন চ্যানেলে একটি ডিস্ট্রেস কল পাঠায়। সেই কলে ইঙ্গিত দেওয়া হয় যে, আনুমানিক সশস্ত্র পাঁচ-ছয় ব্যক্তি বৃহস্পতিবার সন্ধ্যায় জাহাজটিতে নেমেছে।’ বিবৃতি অনুসারে, ডিস্ট্রেস কল পাওয়ার পরপরই ভারতীয় নেভি আইএনএস চেন্নাই নামে একটি যুদ্ধজাহাজকে ঘটনাস্থলের দিকে পাঠায়। এ ছাড়া শুক্রবার সকালে বেশ কয়েকটি ভারতীয় যুদ্ধবিমানও ঘটনাস্থলের আশপাশ দিয়ে উড়ে গেছে তথ্য সংগ্রহের আশায়। 

ভারতীয় নৌবাহিনী দাবি করেছে, তারা পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এ ছাড়া এই অঞ্চলে টহলরত বহুজাতিক টহল বাহিনীর সঙ্গেও তারা যোগাযোগ করে চলেছে। 

এর আগে আরব সাগরের তীরবর্তী দেশ ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত