শিক্ষার্থীদের কাছে পর্নোগ্রাফি বিক্রি করায় গ্রেপ্তার ৪
নাটোরের নলডাঙ্গায় শিক্ষার্থীদের কাছে পণ্যেগ্রাফি বিক্রি করায় চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বুধবার সন্ধ্য সাড়ে ৬টার দিকে উপজেলার ব্রহ্মপুর, পীরগাছা ও সরকুতিয়া বাজার থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় চারটি সিপিইউ, ছয়টি হার্ডডিস্ক ও একটি এসএসডি র্কাড জব্দ করা হয়।