বিগত বৈশাখে তারকারা
শুভ নববর্ষ। আজ পয়লা বৈশাখ। বাংলা ১৪২৮ সাল শুরু হলো। কিন্তু এমন এক সময়ে যখন নেই উৎসব, নেই ঢাকের বাদন কিংবা মেলার বাঁশির ভেঁপু। আছে করোনাভাইরাসের চোখ রাঙানি, আছে তাকে রোখার প্রয়াস হিসেবে লকডাউন। এই দুঃসময়ে মৃত্যুই যেন একমাত্র সত্য। কিন্তু ওই যে কবিতা—‘সব সময়ই সুসময়।’ তাই এই ভয়াবহ সংকটকালেও সুসময়ের কথা