শুরু হচ্ছে সিসিমপুরের নতুন মৌসুম
শুরু হচ্ছে শিশুতোষ অনুষ্ঠান সিসিমপুরের নতুন মৌসুম, সিজন-১৫। নতুন মৌসুমে হালুম, টুকটুকি, ইকরি ও শিকু হাজির হবে নতুন গল্প নিয়ে আর সঙ্গে থাকবে তাদের নতুন বন্ধু জুলিয়া। জুলিয়া চরিত্রটি সিসিমপুরে বিশেষ সংযোজন। তার মধ্যে আছে অটিজম বিষয়ক বৈশিষ্ট্য।