Ajker Patrika

‘সুড়ঙ্গ’র পর নিশোর ‘কালপুরুষ’

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৩, ১২: ২৬
‘সুড়ঙ্গ’র পর নিশোর ‘কালপুরুষ’

গত বছরের শেষ দিকে সিনেমায় নাম লেখান ছোট পর্দার অভিনেতা আফরান নিশো। সিনেমার নাম ‘সুড়ঙ্গ’, নির্মাণ করবেন রায়হান রাফী। প্রথম সিনেমার শুটিং শুরুর আগেই খবর পাওয়া গেল নিশোর নতুন সিনেমার। নাম ‘কালপুরুষ’, পরিচালনা করবেন সঞ্জয় সমদ্দার। নির্মাতা ও অভিনেতা দুজনেরই দ্বিতীয় সিনেমা এটি। বিস্তারিত না জানালেও নতুন সিনেমার বিষয়টি স্বীকার করেছেন নির্মাতা সঞ্জয় সমদ্দার।

নতুন সিনেমা নিয়ে আফরান নিশো বলেন, ‘নাটকের পর সঞ্জয় দাদার পরিচালনায় সিনেমা করতে যাচ্ছি। তাঁর কাজের প্রতি বিশ্বাস থেকেই এ সিনেমার সঙ্গে যুক্ত হওয়া।’

‘কালপুরুষ’ সিনেমায় নিশোর বিষয়টি নিশ্চিত হলেও তাঁর বিপরীতে কে থাকবেন তা জানা যায়নি। সিনেমাটি প্রযোজনা করবেন টপি খান। এখন সিনেমার চিত্রনাট্যের কাজ চলছে। পাশাপাশি চলছে শিল্পী ও কলাকুশলী নির্বাচনের কাজ। জানা গেছে, এ বছরের সেপ্টেম্বর নাগাদ শুটিং শুরু হতে পারে ‘কালপুরুষ’ সিনেমার।

এদিকে প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’র জন্য নিজেকে প্রস্তুত করছেন নিশো। চরিত্রের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে ১৩ কেজির মতো ওজন কমিয়েছেন। আগামী ফেব্রুয়ারি মাসে সিনেমাটির কাজ শুরু হবে বলে জানা গেছে। এতে নিশোর সঙ্গে নায়িকা থাকছেন তমা মির্জা। ‘সুড়ঙ্গ’র কাজ শেষ করেই কাইজার সিরিজের দ্বিতীয় পর্বের শুটিং করবেন নিশো।

অন্যদিকে নিজের প্রথম সিনেমা ‘মানুষ’-এর শুটিংয়ে সঞ্জয় সমদ্দার এখন কলকাতায়। মানুষ সিনেমায় অভিনয় করছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা জিৎ ও ঢাকার বিদ্যা সিনহা মিম। অভিনয়ের পাশাপাশি সিনেমাটির প্রযোজনাও করছেন জিৎ। দেশে ফিরে ‘কালপুরুষ’ নিয়ে বিস্তারিত জানাবেন সঞ্জয় সমদ্দার। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত