Ajker Patrika

চলচ্চিত্র প্রযোজনায় শমী

চলচ্চিত্র প্রযোজনায় শমী

ঢাকা থিয়েটারের নাট্যকর্মী হিসেবে অভিনয়ে পথচলা শুরু করেন শমী কায়সার। এরপর ১৯৮৯ সালে ‘কে বা আপন কে বা পর’ নাটক দিয়ে টিভি নাটকে অভিনয় শুরু করেন তিনি। কাজ করেছেন বাংলা সিনেমায়ও। চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘হাছনরাজা’ এবং তানভীর মোকাম্মেল পরিচালিত ‘লালন’ সিনেমায় তাঁর অভিনয় বেশ প্রশংসিত হয়েছিল।

অভিনয় থেকে এখন তিনি অনেকটাই দূরে। ব্যবসায়িক কাজ নিয়েই বর্তমানে ব্যস্ত এ অভিনেত্রী। সর্বশেষ ২০১৮ সালে চয়নিকা চৌধুরীর পরিচালনায় ‘সাড়ে তিনখানা চিঠি’ নাটকে অভিনয় করেন তিনি। নতুন খবর হলো, শমী কায়সার আবারও ফিরছেন চলচ্চিত্রে। তবে অভিনয়ে নয়, সিনেমা প্রযোজনা করবেন তিনি। এমনটিই জানিয়েছেন শমী কায়সার।

সিনেমা প্রযোজনার বিষয়ে শমী কায়সার বলেন, ‘এখনো অনেক দর্শক আমাকে নতুন নাটকে অভিনয়ের কথা জিজ্ঞেস করেন। আপাতত অভিনয় না করা হলেও আমার ভক্ত-দর্শকের জন্য একটি সুখবর দিতে চাই। শিগগিরই আমার প্রযোজনায় দুটি নতুন সিনেমার কাজ শুরু হতে যাচ্ছে। এখন শিল্পী নির্বাচন চলছে। আগামী ফেব্রুয়ারিতে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানাব।’

চলচ্চিত্র প্রযোজনায় নতুন হলেও বেশ কিছু নাটক প্রযোজনা করেছেন শমী কায়সার। ১৯৯৭ সালে তিনি গড়ে তোলেন প্রযোজনা প্রতিষ্ঠান ধানসিঁড়ি প্রোডাকশন। এই প্রতিষ্ঠানের ব্যানারে ‘মুক্তি’ ও ‘অন্তরে-নিরন্তরে’ শিরোনামে নাটক তৈরি হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটে পাথর লুটে জড়িত দুই দলের ৩৫ নেতা

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

আমরা দখল করি লঞ্চঘাট-বাসস্ট্যান্ড, জামায়াত করে বিশ্ববিদ্যালয়: আলতাফ হোসেন চৌধুরী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত