এই সরকারের কোনো লজ্জা নেই: মান্না
বর্তমান সরকারের কোনো লজ্জা নেই বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, কথায় বলে, এক কান কাটা গেলে মানুষ রাস্তার এক দিক দিয়ে হাঁটে। আর দুই কান কাটা গেলে রাস্তার মাঝখান দিয়ে হাঁটে। তার কোনো লজ্জা, ভয়, শঙ্কা নাই। এই সরকার হলো সেই রকম সরকার। এই সরকারের দুই কান কাটা।