নাইক্ষ্যংছড়িতে গত দুই দিনে পৌনে ৩ কোটি টাকার ইয়াবা ও অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৫
নাইক্ষ্যংছড়িতে গত দুদিনে ৩টি অভিযান চালিয়ে পৌনে ৩ কোটি টাকার ইয়াবা, অস্ত্র ও সরকারি ৩টি সিলিং ফ্যান উদ্ধার করেছে থানা-পুলিশ। গত মঙ্গলবার থেকে গতকাল বুধবার রাত পর্যন্ত এসব উদ্ধার করা হয়। এ সময় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।