নরসিংদীতে আরও ৩৫ জনের করোনা শনাক্ত
নরসিংদীতে গত ২৪ ঘণ্টায় আরও ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। চলতি জুন মাসে এটি সর্বোচ্চ সংখ্যক শনাক্ত। এর আগে একই মাসের ৫ জুন সর্বোচ্চ ৩০ জন ও ৭ জুন ৩২ জন শনাক্ত হয়েছিল। আজ শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন, নরসিংদীর সিভিল সার্জন মো. নূরুল ইসলাম।