১৪ দিনের নবজাতককে হাসপাতালে রেখে লাপাত্তা বাবা-মা
মায়ের নিরাপদ কোল ও বাবার নিখাদ আদরেই হেসে খেলে তার সময় কাটানোর কথা। তাকে ঘিরে পরিবার আর স্বজনদের নানা খুনসুটিতো থাকতই। অথচ বিধি বাম। যেই বাবা-মায়ের পরম যত্ন আর আশ্রয়ে বেড়ে ওঠার কথা, তারাই তাকে ফেলে রেখে পালিয়ে গেছে