প্রতিনিধি
বাগেরহাট: চায়ের দোকানের পেছনে ক্যারাম বোর্ডের ওপর রেখে যাওয়া এক নবজাতককে উদ্ধার করেছেন এক দম্পতি। আজ সোমবার ভোর ৪টায় বাগেরহাট সদর উপজেলার চিতলী-বৈটপুর গ্রামের সাইদুলের চায়ের দোকান থেকে এই নবজাতককে উদ্ধার করা হয়। নবজাতকটি বর্তমানে বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছে।
শিশুটিকে উদ্ধারকারী চিতলী-বৈটপুর গ্রামের শরীফা বেগম বলেন, গভীর রাতে কান্নার শব্দে আমাদের ঘুম ভেঙে যায়। উঠে খুঁজতে থাকি, কোথায় বাচ্চা কাঁদছে। একপর্যায়ে সাইদুল ইসলামের চায়ের দোকানের পেছনে রাখা ক্যারাম বোর্ডের ওপরে নবজাতকটিকে দেখতে পাই। তখনই আমি ৯৯৯–এ ফোন দিয়ে পুলিশকে জানাই।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. আছাদুজ্জামান বলেন, গতকাল রোববার দিবাগত রাত ৩টার দিকে ৯৯৯–এ ফোনের মাধ্যমে আমরা খবর পাই। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে নবজাতকটিকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করি।
আজ দুপুরে বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, সমাজসেবা অধিদপ্তর, বাগেরহাটের উপপরিচালক মো. রফিকুল ইসলামসহ সরকারি কর্মকর্তারা নবজাতকটিকে দেখতে বাগেরহাট সদর হাসপাতালে যান।
বাগেরহাট সদর হাসপাতালের শিশু বিষয়ক কনসালট্যান্ট ডা. খান শিহান মাহমুদ বলেন, কন্যাশিশুটির বয়স আনুমানিক দুই দিন। এখন সুস্থ আছে, টেনে খেতে পারছে। আমরা শিশুটিকে প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছি।
বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, নবজাতকটি আপাতত পুলিশের তত্ত্বাবধানে হাসপাতালেই রয়েছে। পরে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে বেবি হোমে স্থানান্তর করা হবে।
জেলা প্রশাসক জানান, এরই মধ্যে বেশ কয়েকজন নিঃসন্তান দম্পতি নবজাতকটিকে দত্তক নেওয়ার জন্য আবেদন করেছেন। শিশু কল্যাণ বোর্ডের সভায় সিদ্ধান্ত অনুযায়ী আবেদনগুলো যাচাই-বাছাই করে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।
বাগেরহাট: চায়ের দোকানের পেছনে ক্যারাম বোর্ডের ওপর রেখে যাওয়া এক নবজাতককে উদ্ধার করেছেন এক দম্পতি। আজ সোমবার ভোর ৪টায় বাগেরহাট সদর উপজেলার চিতলী-বৈটপুর গ্রামের সাইদুলের চায়ের দোকান থেকে এই নবজাতককে উদ্ধার করা হয়। নবজাতকটি বর্তমানে বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছে।
শিশুটিকে উদ্ধারকারী চিতলী-বৈটপুর গ্রামের শরীফা বেগম বলেন, গভীর রাতে কান্নার শব্দে আমাদের ঘুম ভেঙে যায়। উঠে খুঁজতে থাকি, কোথায় বাচ্চা কাঁদছে। একপর্যায়ে সাইদুল ইসলামের চায়ের দোকানের পেছনে রাখা ক্যারাম বোর্ডের ওপরে নবজাতকটিকে দেখতে পাই। তখনই আমি ৯৯৯–এ ফোন দিয়ে পুলিশকে জানাই।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. আছাদুজ্জামান বলেন, গতকাল রোববার দিবাগত রাত ৩টার দিকে ৯৯৯–এ ফোনের মাধ্যমে আমরা খবর পাই। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে নবজাতকটিকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করি।
আজ দুপুরে বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, সমাজসেবা অধিদপ্তর, বাগেরহাটের উপপরিচালক মো. রফিকুল ইসলামসহ সরকারি কর্মকর্তারা নবজাতকটিকে দেখতে বাগেরহাট সদর হাসপাতালে যান।
বাগেরহাট সদর হাসপাতালের শিশু বিষয়ক কনসালট্যান্ট ডা. খান শিহান মাহমুদ বলেন, কন্যাশিশুটির বয়স আনুমানিক দুই দিন। এখন সুস্থ আছে, টেনে খেতে পারছে। আমরা শিশুটিকে প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছি।
বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, নবজাতকটি আপাতত পুলিশের তত্ত্বাবধানে হাসপাতালেই রয়েছে। পরে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে বেবি হোমে স্থানান্তর করা হবে।
জেলা প্রশাসক জানান, এরই মধ্যে বেশ কয়েকজন নিঃসন্তান দম্পতি নবজাতকটিকে দত্তক নেওয়ার জন্য আবেদন করেছেন। শিশু কল্যাণ বোর্ডের সভায় সিদ্ধান্ত অনুযায়ী আবেদনগুলো যাচাই-বাছাই করে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।
ময়মনসিংহে সেপটিক ট্যাংকে নেমে এক নির্মাণশ্রমিক প্রাণ হারিয়েছেন। মহানগরীর শম্ভুগঞ্জ নলুয়াপাড়া এলাকায় গতকাল রোববার সন্ধ্যায় একটি নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম মামুন মিয়া (১৯)। তিনি সদর উপজেলার আলালপুর নামাপাড়ার কাছু মিয়ার ছেলে।
২৩ মিনিট আগেদলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে খুলনা মহানগর মহিলা দলের তিন নেত্রীকে বহিষ্কার করা হয়েছে। বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মিজানুর রহমান মিলটন গতকাল রোববার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগেগাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিক্ষোভ মিছিল হয়েছে। গতকাল রোববার রাত ১০টার দিকে জিয়া মোড় থেকে ইবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে মিছিলটি বের হয়। এটি ক্যাম্পাসের বিভিন্ন
১ ঘণ্টা আগেসাতক্ষীরার তালায় নিখোঁজ এক নারীর লাশ পাওয়া গেছে কালভার্টের নিচে। পুলিশ আজ সোমবার হরিশ্চন্দ্রকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করে। মারা যাওয়া নারীর নাম সেলিনা বেগম (৪৫)। তিনি হরিশ্চন্দ্রকাটি গ্রামের মো. রহমত খাঁর স্ত্রী।
১ ঘণ্টা আগে