প্রতিনিধি
বাগেরহাট: চায়ের দোকানের পেছনে ক্যারাম বোর্ডের ওপর রেখে যাওয়া এক নবজাতককে উদ্ধার করেছেন এক দম্পতি। আজ সোমবার ভোর ৪টায় বাগেরহাট সদর উপজেলার চিতলী-বৈটপুর গ্রামের সাইদুলের চায়ের দোকান থেকে এই নবজাতককে উদ্ধার করা হয়। নবজাতকটি বর্তমানে বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছে।
শিশুটিকে উদ্ধারকারী চিতলী-বৈটপুর গ্রামের শরীফা বেগম বলেন, গভীর রাতে কান্নার শব্দে আমাদের ঘুম ভেঙে যায়। উঠে খুঁজতে থাকি, কোথায় বাচ্চা কাঁদছে। একপর্যায়ে সাইদুল ইসলামের চায়ের দোকানের পেছনে রাখা ক্যারাম বোর্ডের ওপরে নবজাতকটিকে দেখতে পাই। তখনই আমি ৯৯৯–এ ফোন দিয়ে পুলিশকে জানাই।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. আছাদুজ্জামান বলেন, গতকাল রোববার দিবাগত রাত ৩টার দিকে ৯৯৯–এ ফোনের মাধ্যমে আমরা খবর পাই। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে নবজাতকটিকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করি।
আজ দুপুরে বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, সমাজসেবা অধিদপ্তর, বাগেরহাটের উপপরিচালক মো. রফিকুল ইসলামসহ সরকারি কর্মকর্তারা নবজাতকটিকে দেখতে বাগেরহাট সদর হাসপাতালে যান।
বাগেরহাট সদর হাসপাতালের শিশু বিষয়ক কনসালট্যান্ট ডা. খান শিহান মাহমুদ বলেন, কন্যাশিশুটির বয়স আনুমানিক দুই দিন। এখন সুস্থ আছে, টেনে খেতে পারছে। আমরা শিশুটিকে প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছি।
বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, নবজাতকটি আপাতত পুলিশের তত্ত্বাবধানে হাসপাতালেই রয়েছে। পরে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে বেবি হোমে স্থানান্তর করা হবে।
জেলা প্রশাসক জানান, এরই মধ্যে বেশ কয়েকজন নিঃসন্তান দম্পতি নবজাতকটিকে দত্তক নেওয়ার জন্য আবেদন করেছেন। শিশু কল্যাণ বোর্ডের সভায় সিদ্ধান্ত অনুযায়ী আবেদনগুলো যাচাই-বাছাই করে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।
বাগেরহাট: চায়ের দোকানের পেছনে ক্যারাম বোর্ডের ওপর রেখে যাওয়া এক নবজাতককে উদ্ধার করেছেন এক দম্পতি। আজ সোমবার ভোর ৪টায় বাগেরহাট সদর উপজেলার চিতলী-বৈটপুর গ্রামের সাইদুলের চায়ের দোকান থেকে এই নবজাতককে উদ্ধার করা হয়। নবজাতকটি বর্তমানে বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছে।
শিশুটিকে উদ্ধারকারী চিতলী-বৈটপুর গ্রামের শরীফা বেগম বলেন, গভীর রাতে কান্নার শব্দে আমাদের ঘুম ভেঙে যায়। উঠে খুঁজতে থাকি, কোথায় বাচ্চা কাঁদছে। একপর্যায়ে সাইদুল ইসলামের চায়ের দোকানের পেছনে রাখা ক্যারাম বোর্ডের ওপরে নবজাতকটিকে দেখতে পাই। তখনই আমি ৯৯৯–এ ফোন দিয়ে পুলিশকে জানাই।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. আছাদুজ্জামান বলেন, গতকাল রোববার দিবাগত রাত ৩টার দিকে ৯৯৯–এ ফোনের মাধ্যমে আমরা খবর পাই। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে নবজাতকটিকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করি।
আজ দুপুরে বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, সমাজসেবা অধিদপ্তর, বাগেরহাটের উপপরিচালক মো. রফিকুল ইসলামসহ সরকারি কর্মকর্তারা নবজাতকটিকে দেখতে বাগেরহাট সদর হাসপাতালে যান।
বাগেরহাট সদর হাসপাতালের শিশু বিষয়ক কনসালট্যান্ট ডা. খান শিহান মাহমুদ বলেন, কন্যাশিশুটির বয়স আনুমানিক দুই দিন। এখন সুস্থ আছে, টেনে খেতে পারছে। আমরা শিশুটিকে প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছি।
বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, নবজাতকটি আপাতত পুলিশের তত্ত্বাবধানে হাসপাতালেই রয়েছে। পরে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে বেবি হোমে স্থানান্তর করা হবে।
জেলা প্রশাসক জানান, এরই মধ্যে বেশ কয়েকজন নিঃসন্তান দম্পতি নবজাতকটিকে দত্তক নেওয়ার জন্য আবেদন করেছেন। শিশু কল্যাণ বোর্ডের সভায় সিদ্ধান্ত অনুযায়ী আবেদনগুলো যাচাই-বাছাই করে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।
বঙ্গোপসাগরে পাঁচ দিন ভেসে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন মোরশেদ (২০) নামের এক জেলে। গুরুতর অসুস্থ অবস্থায় কুয়াকাটার জেলেরা তাঁকে উদ্ধার করেন। আজ বুধবার (২০ আগস্ট) দুপুরে বঙ্গোপসাগরের পায়রা বন্দর থেকে ২০ কিলোমিটার দূরে এফবি সাজেদা ট্রলারের মাঝি সোবহান তাঁকে এফবি বায়েজিদ ট্রলারে হস্তান্তর করেন।
২৫ মিনিট আগেসিলেট সিটি করপোরেশনের এক কর্মচারীর ওপর হামলার ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। এর আগে ওই দিন দুপুরে সিটি করপোরেশনের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়। পরে বুধবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
৩১ মিনিট আগেহবিগঞ্জের চুনারুঘাটে তিন নারী-পুরুষকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে তাঁদের চুনারুঘাট থানায় সোপর্দ করে বিজিবি।
৩৪ মিনিট আগেবর্তমানে চিতলমারীতে কর্মরত চিকিৎসক শর্মী রায়ের বিরুদ্ধে এর আগে একই জেলার মোরেলগঞ্জ উপজেলায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালনকালে করোনা মহামারির সময়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ইউনিয়ন পর্যায়ে বরাদ্দ করা সরকারি অর্থ আত্মসাৎসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে।
৩৫ মিনিট আগে