আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার আশাশুনি উপজেলার বেতনা নদীর চর থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার ভোর ৬টার দিকে কুল্যা ইউনিয়নের গুনাকরকাটি ব্রিজের নিচ থেকে স্থানীয় শ্রমিকেরা শিশুটিকে জীবিত উদ্ধার করে। কিন্তু উদ্ধারের কয়েক ঘণ্টা পর শিশুটি মারা যায়।
স্থানীয়রা জানান, ভোরে বেতনা নদীর গুনাকরকাটি ব্রিজের পাশে শ্রমিকেরা নদীর চরে মাটি কাটতে যায়। এ সময় শ্রমিকেরা দূরে কিছু একটা পড়ে থাকতে দেখে এগিয়ে যায়। তাঁরা একটি ফুটফুটে নবজাতক শিশুকে নড়া চড়া করতে দেখে। গ্রামবাসীসহ গ্রাম পুলিশ এবং ইউপি চেয়ারম্যানকে খবর দেওয়া হয়। স্থানীয়দের ধারণা ব্রিজের ওপর থেকে শিশুটিকে ফেলে দেওয়া হয়েছে।
গ্রাম পুলিশ কাওছার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি একটি শিশু চরে পড়ে আছে। মাথা থেকে হালকা রক্ত ঝরছিল। মাথার একটা অংশ ফাটা ছিল। শিশুটিকে উদ্ধার করে চেয়ারম্যানের কাছে হস্তান্তর করা হয়েছে।
কাওছার আরও জানান, ঘটনাস্থলে একটি ব্যাগ পড়ে থাকতে দেখা যায়, যার মধ্যে রক্ত মাখা কিছু পুরোনো কাপড় এবং বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময়কার নাড়ি পাওয়া গেছে।
কুল্যা ইউপি চেয়ারম্যান আব্দুল বাসেত আল হারুন জানান, ভোর ৭টার দিকে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। শিশুটিকে জীবিত দেখে সঙ্গে সঙ্গে তিনি সাতক্ষীরা জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টা ৪৫ মিনিটে শিশুটি মারা যায়।
আব্দুল বাসেত আল হারুন আরও জানান, সদর থানা-পুলিশের তত্ত্বাবধানে হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটির ডিএনএ নমুনা সংগ্রহ করেছে। শিশুটির ময়নাতদন্ত শেষে ধর্মীয় আনুষ্ঠানিকতা মেনে গুনাকরকাটিতে নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করবেন বলেও জানান তিনি।
সাতক্ষীরার আশাশুনি উপজেলার বেতনা নদীর চর থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার ভোর ৬টার দিকে কুল্যা ইউনিয়নের গুনাকরকাটি ব্রিজের নিচ থেকে স্থানীয় শ্রমিকেরা শিশুটিকে জীবিত উদ্ধার করে। কিন্তু উদ্ধারের কয়েক ঘণ্টা পর শিশুটি মারা যায়।
স্থানীয়রা জানান, ভোরে বেতনা নদীর গুনাকরকাটি ব্রিজের পাশে শ্রমিকেরা নদীর চরে মাটি কাটতে যায়। এ সময় শ্রমিকেরা দূরে কিছু একটা পড়ে থাকতে দেখে এগিয়ে যায়। তাঁরা একটি ফুটফুটে নবজাতক শিশুকে নড়া চড়া করতে দেখে। গ্রামবাসীসহ গ্রাম পুলিশ এবং ইউপি চেয়ারম্যানকে খবর দেওয়া হয়। স্থানীয়দের ধারণা ব্রিজের ওপর থেকে শিশুটিকে ফেলে দেওয়া হয়েছে।
গ্রাম পুলিশ কাওছার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি একটি শিশু চরে পড়ে আছে। মাথা থেকে হালকা রক্ত ঝরছিল। মাথার একটা অংশ ফাটা ছিল। শিশুটিকে উদ্ধার করে চেয়ারম্যানের কাছে হস্তান্তর করা হয়েছে।
কাওছার আরও জানান, ঘটনাস্থলে একটি ব্যাগ পড়ে থাকতে দেখা যায়, যার মধ্যে রক্ত মাখা কিছু পুরোনো কাপড় এবং বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময়কার নাড়ি পাওয়া গেছে।
কুল্যা ইউপি চেয়ারম্যান আব্দুল বাসেত আল হারুন জানান, ভোর ৭টার দিকে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। শিশুটিকে জীবিত দেখে সঙ্গে সঙ্গে তিনি সাতক্ষীরা জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টা ৪৫ মিনিটে শিশুটি মারা যায়।
আব্দুল বাসেত আল হারুন আরও জানান, সদর থানা-পুলিশের তত্ত্বাবধানে হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটির ডিএনএ নমুনা সংগ্রহ করেছে। শিশুটির ময়নাতদন্ত শেষে ধর্মীয় আনুষ্ঠানিকতা মেনে গুনাকরকাটিতে নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করবেন বলেও জানান তিনি।
আদালত পরিদর্শক বলেন, শাহজালাল তাঁর জবানবন্দিতে তুহিন হত্যাকাণ্ডে নিজে জড়িত ছিলেন এবং অন্য কে কে জড়িত, সেসব বিষয় উল্লেখ করে বক্তব্য দিয়েছেন। তবে অন্য আসামিরা স্বীকারোক্তি দিতে রাজি হননি। তা ছাড়া পুলিশও তাঁদের আর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করেনি। এ কারণে আদালত সব আসামিকে কারাগারে পাঠানোর...
৮ মিনিট আগেবরগুনার পাথরঘাটায় স্কুলে কোচিং শেষে নিজের ক্লাসে যায় ছাত্রীরা। এ সময় একজন পানির বোতল থেকে পানি পান করে। পানিতে দুর্গন্ধ পেয়ে সে বিষয়টি সহপাঠীদের জানায়। এরপর আরও চার ছাত্রী ওই পানি খেয়ে অসুস্থবোধ করতে থাকে।
৮ মিনিট আগেবান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারের তমব্রু রাইট ক্যাম্প এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘুমধুমের তমব্রু সীমান্তে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক পাহারায় রয়েছে।
১৪ মিনিট আগেরংপুরের বদরগঞ্জে স্কুলছাত্রীদের অশ্লীল ভিডিও দেখানোর অভিযোগ উঠেছে রবিউল ইসলাম নামের এক দপ্তরির বিরুদ্ধে। এ ঘটনায় অভিভাবকেরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। ওই দপ্তরির শাস্তি না হওয়া পর্যন্ত সন্তানদের স্কুলে পাঠাবেন না বলে অভিভাবকেরা হুমকি দিয়েছেন। এদিকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে এক অভিভাবক গত বৃহস্পতিবার ইউএন
১৭ মিনিট আগে