সরকারিভাবে ধান-চাল সংগ্রহ: বাজারের চেয়ে দাম কম, হয়রানি বেশি
‘এই বছর আমন ধান ওঠার সঙ্গে সঙ্গে আমরা আধা শুকনা ধান ১ হাজার ২০০ টাকা মণ দরে বিক্রি করেছি। আর সরকার দর দিয়েছে ১ হাজার ১২০ টাকা। সরকারকে ধান দিতে গেলে শুকিয়ে দিতে হয়, তা-ও আবার কর্মকর্তাদের চাহিদামতো সময়ে। যাঁরা কার্ড করতে পারেননি, তাঁরা ইচ্ছা করলেও ধান দিতে পারবেন না।’ এমন মন্তব্য নেত্রকোনার সদর উপজে