ঝিনাইদহ-১: আচরণবিধি লঙ্ঘনে নৌকার প্রার্থীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঝিনাইদহ-১ (শৈলকুপা উপজেলা) আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য আব্দুল হাই, শৈলকুপা উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম ও ৬ নম্বর সারুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুনের নামে মামলা দায়ের করা হয়েছে।